কলকাতা: দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী মাফিন (Mufin)। আশাপূর্ণা দেবীর গল্প অনুসারে আজ থেকে সিরিজের আকারে শুরু হল 'অগ্নিপরীক্ষা'। আকাশ ৮ চ্যানেলে সন্ধে সাড়ে সাতটার সময় সম্প্রচারিত হচ্ছে এই সিরিজ। এই সিরিজেই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাফিনকে। 


একসময় একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাফিন। ২০০৫ সালে তাঁর অভিনয়ে হাতেখড়ি ধারাবাহিকের মধ্যে দিয়েই। এরপরে অনেক বছর ধরে ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। পেয়েছিলেন জনপ্রিয়তাও। কিন্তু দীর্ঘদিনই পর্দায় দেখা যায়নি তাঁকে। ইন্ডাস্ট্রি থেকে যেন উবেই গিয়েছিলেন মাফিন। 


আর বেশ কিছুদিন পরে আকাশ আটে 'অগ্নিপরীক্ষা' সিরিজে চিত্রলেখার চরিত্রে ফিরছেন মাফিন। এই সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন, সম্ভাবী মুখোপাধ্যায়, স্বর্ণাভ সান্যাল, ভিরোনিকা মোনা দত্ত, বিশ্বাবসু বিশ্বাস, মনোজ ওঝা, সুচন্দ্রা চৌধুরী, বোধিসত্ত্ব মজুমজার ও অন্যান্যরা। 


এই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম তাপসী। এই তাপসীর চরিত্রে অভিনয় করেছেন এক শিশুশিল্পী। তারই নাম সম্ভাবী। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ভালবাসা ছিল প্রবল। কিন্তু খুব অল্প বয়সে অন্য গ্রামের জমিদারের ছেলে বুলুর সঙ্গে তার জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই কথা জানতেনই না  তাপসীর বাবা মা। সত্যিটা জানার পরে, তাপসীর বিয়ে হওয়ার সমস্ত স্মৃতি মুছে ফেলতে চান তাঁরা। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বড় হয়ে ওঠে তাপসী। কিরীটি বলে একজনের প্রেমে পড়ে সে। বাবা-মায়ের সঙ্গে কিরীটির আলাপও করায় সে। বাবা-মায়ের সম্মতিতেই কিরীটির সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেয় তাপসী। কিন্তু হঠাৎ তাপসী জানতে পারে, ছোটবেলাতেই তার বিয়ে হয়ে গিয়েছিল। এই ঘটনা জানার পরে তোলপাড় শুরু হয় তাপসীর মনের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে শিশুকালের যে ঘটনা প্রায় ভুলেই গিয়েছিল সে, সেই ঘটনার কথাই জানতে পেরে বদলে যায় তার মানসিক অবস্থা। এই পরিস্থিতি কাটিয়ে উঠে কী কিরীটির সঙ্গে নিজের ভালবাসাকে পরিণতি দিতে পারবে তাপসী? কিরীটিও বা কি মেনে নেবে তাপসীকে? এই টানাপোড়েনই ফুটে উঠবে অগ্নিপরীক্ষা সিরিজে। ৩ মাস ধরে চলবে এই সিরিজ। 


আরও পড়ুন: Radhika Apte: 'যদি আর কাজ না আসে...', সাফল্যের পরেও কোন কাজটি করতে এখনও ভয় পান রাধিকা!