কলকাতা: 'ধূলোকণা'-র পরে আবার ধারাবাহিকের মুখ্যচরিত্রে মানালি দে (Manali Dey)। শুধু তিনি নন, নতুন ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। এছাড়াও ধারাবাহিকে থাকছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)। 


জি বাংলায় সদ্য প্রকাশ পেয়েছে নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র প্রোমো। আর সেখানেই পাওয়া যাচ্ছে গল্পের আঁচ। বধূবেশে প্রথমেই দেখা যায় মানালিকে। বিয়ের পরে, শ্বশুরবাড়ি চলেছেন তিনি। বাড়ির কাছে গঙ্গা দেখে উচ্ছ্বসিত নতুন বউ, উত্তেজনায় জানলা দিয়ে মুখ বের করে দেখেই ফেলে সে। তখনই ভিতরে আসতে বলে নতুন স্বামী, দীর্ঘদিনের প্রেমিক। নতুন বউকে এমন করে জানলা দিয়ে মুখ বের করতে দেখলে লোকে কী বলবে!


মানালির চরিত্রের নাম হয়েছে শিমূল। ছোটবেলা থেকেই তাঁর গান অন্ত-প্রাণ। গান শিখেওছেন দীর্ঘদিন ধরে। কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে আসা হারমোনিয়ামের স্থান হয় না শ্বশুরবাড়িতে। শাশুড়ি বলে সেটাকে গুদামঘরে রেখে আসতে। প্রেম করে বিয়ে করলে শিক্ষক স্বামী সময় দিতে পারে না শিমূলকে। শ্বশুরবাড়িতে কথা শুনতে হয় গায়ের রঙ নিয়েও। 


এই ধারাবাহিকে মানালির শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)-কে। শিমূলকে যথেষ্ট শাসনেই রাখতে চায় সে। আর তাই, গানের সার্টিফিকেট আসায় শিমূল যখন রান্নাঘর ছেড়ে চলে যায়, তার জন্য় ধমকও দেন তিনি। দেখার প্রয়োজনই মনে করেন না কেন শিমূল ছুটে গিয়েছিল। স্বামীকে গানের সার্টিফিকেটের কথা বলতে গেলে, সময় দিতে পারে না সেও। 


রাগ, বিরক্তিতে মানালি গানের সার্টিফিকেট ছিঁড়ে উড়িয়ে দেয় বারন্দা থেকে। মনখারাপ করে গিয়ে ছাদে দাঁড়াতেই ডাক দেয় পাশের বাড়ির বৌদি। এই চরিত্রে দেখা যাবে বাসবদত্তাকে। এরপরে একে একে আসেন স্নেহা, কুয়াশা ও সৃজনী। চা, সিঙাড়ায় মানালির সাফল্য় উদযাপনে মেনে ওঠে তার সহচরীরার। এক মেনের অন্যদের পাশে দাঁড়ানোর গল্প নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। 


এখনও প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিক সম্প্রচারের টাইম-স্লট। প্রোমো মনে ধরলেও কমেন্টবক্সে চোখ রাখতে দেখা গেল আশঙ্কা। অন্যান্য ধারাবাহিকের মতো এই গল্পও একঘেয়ে হয়ে যাবে না তো? সে উত্তর অবশ্য দেবে সময়। 


 






আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?


আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?