কলকাতা: তিনি বার বার বিতর্কে জড়িয়েছেন। সম্পর্ক, মা হওয়া.. এই সমস্ত কিছু নিয়ে তাঁকে কম কটাক্ষ শুনতে হয়নি। কিন্তু সেই সবকিছুকে পেরিয়ে সবসময়েই ঝলমলে তিনি। গত ১২ দিনে একের পর এক মৃত্যু হয়েছে ৩ অভিনেত্রীর। প্রথমে পল্লবী দে (Pallavi Dey), তারপর বিদিশা দে নাগ (Bidisha Dey) আর আজ মঞ্জুষা নিয়োগী (Manjusha Niogi)।


আজ মঞ্জুষার মৃত্যু সম্পর্কে একটি অনুষ্ঠানে মুখ খুললেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি বলেন, 'একটা মানুষও পাবেন না যাঁর জীবনে সমস্যা নেই। কিন্তু সেই সমস্যাটাকে আমরা কীভাবে সামলাব আর কোন পথে সেটা ছেড়ে বেরিয়ে আসব সেটা সম্পূর্ণ আমার নিজের ওপর নির্ভর করছে। আর যদি সমস্যা আমাদের হাতে না থাকে তাহলে একটু সাহায্য নেওয়া উচিত। অবসাদ নিয়ে এখন অনেকেই খোলাখুলি কথা বলেন, বেশ সচেতন। সোশ্য়াল মিডিয়াতেও এই নিয়ে কথা হয়। আমার মনে হয় এই নিয়ে অনেকটা সচেতনতা প্রচার করা হয়েছে ইতিমধ্যেই।'


আরও পড়ুন: 'Nargis Fakhri Video: পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর বার্তা নার্গিস ফাকরির, শেয়ার করলেন মজার ভিডিও


মঞ্জুষার মৃত্যু নিয়ে নিজের মতপ্রকাশ করেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদারও। অভিনেত্রীকে ফোনে ধরা হলে তিনি বলেন, 'ঘটনাগুলো খুবই খারাপ। এগুলো তো মানুষকে আরও বিধ্বস্ত করে তোলে। বিশেষত অভিনয়কে যাঁরা পেশা হিসেবে এখন বেছে নিচ্ছেন। একটা সময় ছিল যখন অভিনয়কে পেশা করা যায় সেটাই কেউ ভাবতে পারতেন না। অভিনয় যে একটা সিরিয়াস পেশা হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সেটা ছেলেমেয়েরা ভাবতে শুরু করেছে।'


তিনি আরও বলেন, 'আমার মনে হয়, শুধু অভিনয় পেশার সঙ্গে যুক্তরাই নন, এখনকার জেনারেশনের মধ্যে সহনশীলতা, ধৈর্য্য সেটা বোধ হয় সাধারণভাবেই কম। এখন যে একটা ছোঁয়ায়, একটা মেসেজে বা একটা রিলে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, সেটার ফলে পৃথিবীটা ছোট হয়ে গেছে। সবকিছুই একটু তাড়াতাড়ি হয়ে যায় এখন। ফলে এখনকার ছেলেমেয়েদের কাছে প্রেম বিচ্ছেদ, সাফল্য, পতন, ডিপ্রেশন, সেই থেকে সবকিছুই যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সবকিছুই তাড়াতাড়ি করতে গিয়ে অনেকেই ব্যালেন্সটা হারিয়ে ফেলে। সিনেমায় একটা কথা বলে, সাইলেন্স আর ব্যালান্স খুব জরুরি। এই দুটোর মধ্যে তারতম্য যখনই হারিয়ে যায় তখনই এমন ঘটনা দেখা যায়।