নয়াদিল্লি: সম্প্রতি ছোট্ট একটি দুর্ঘটনার (Accident) শিকার হলেন অভিনেত্রী নার্গিস ফাকরি (Nargis Fakhri)। ভিডিও শেয়ার করলেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তবে গোটা ব্যাপারটা খুব মজার ছলে হ্যান্ডল করেন অভিনেত্রী (Actress)। পড়ে গিয়েও হাসি মুখে উঠে দাঁড়িয়েছেন তিনি।


দুর্ঘটনার শিকার নার্গিস


লন্ডনের শহরতলিতে সাইকেলে সওয়ার অভিনেত্রী নার্গিস ফাকরি। সেই মুহূর্তের ভিডিও আপলোড করেছেন তিনি। সেখানে দেখা গেল সাইকেল চালাতে চালাতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলেন অভিনেত্রী। তাঁর পোস্টেই জায়গার নাম উল্লেখ করেছেন অভিনেত্রী 'সোহো ফার্ম হাউজ' বলে। 


তাঁর পোস্টের প্রথম ছবিতে দেখা যাচ্ছে সাইকেলের পাশে বসে হাসছেন অভিনেত্রী। তারপরের ভিডিওতেই দেখা যাচ্ছে পিছনে ক্যামেরার দিকে তাকিয়ে জোরে সাইকেল চালাতে গিয়ে বাঁশের বেড়ায় ধাক্কা খেয়ে পড়লেন মাটিতে।


তবে পড়ে গিয়েও ফের উঠে দাঁড়িয়ে সাইকেলে বসেন নার্গিস। একইভাবে সাইকেল চালিয়ে ভিডিও দেন। ক্যাপশনে লেখেন, 'যখন পড়ে যাবেন, তখন সেটা হেসে স্টাইল নিয়ে করবেন। কিন্তু ফের নিজেকে তুলে ধরে এগিয়ে চলার কথা মাথায় রাখবেন।' 


 






তাঁর পোস্টে হাসির ফোয়ারা অনুরাগী ও বন্ধুদের। মজার ছলে পোস্ট করলেও বার্তা রয়েছে তাঁর পোস্টে। তবে এসবের পরে যে অভিনেত্রী ভাল রয়েছেন তাতে আশ্বস্ত অনুরাগী ও বন্ধুরা।


সম্প্রতি ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করেন অভিনেত্রী নার্গিস ফাকরি। হাঁটেন রেড কার্পেটে। 


আরও পড়ুন: Bhool Bhulaiyaa 2 Box Office Collection: এক সপ্তাহে ৯০ কোটির গণ্ডি পার 'ভুল ভুলাইয়া ২' ছবির