কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ফেরারি মন' (Pherari Mon)। সেখানে এখন টানটান উত্তেজনা। কোন দিকে মোড় নিয়েছে গল্প? কী হতে চলেছে সেখানে? (Daily Serial Update)
'ফেরারি মন' ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়
ফের বিপদে হৃষিকেশ। পরমা ফের প্রাণহানিকর হুমকি দিয়েছে তাকে। অন্যদিকে সময় যে নদীর স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে, তা বুঝতে পেরে তুলসি আরও প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আসল দোষীকে সে খুঁজে বের করবেই। রমেশের কোয়ার্টারে তল্লাশি করতে গিয়ে তুলসি এক গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায়, এক মানসিক ইনস্টিটিউশনের ঠিকানা। এমন অবস্থায়, অর্জুনের সাহায্যে, দ্রুততার সঙ্গে তুলসি এই ইনস্টিটিউশন খোঁজার সফরে বেরিয়ে পড়ে।
মালিনীকে খুঁজে বের করার সিদ্ধান্তে অটল তুলসি, অন্যদিকে পরমা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে সত্যিটা কোনওভাবেই সামনে না আসে। পরমা তুলসীকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখার জন্য তার লোক পাঠায়, সেখানেই তুলসিকে প্রাণে মেরে ফেলতে চায় সে। কিন্তু এখানেই ঘটনার চাঞ্চল্যকর মোড়। এক রহস্যময়ী নারী সেই দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ভিতর থেকে অজ্ঞান অবস্থায় তুলসিকে উদ্ধার করে। তুলসিকে মৃত্যুর হাত থেকে বাঁচাল কে? কে এই অচেনা মহিলা? সব উত্তর জানতে নজর রাখতে হবে 'ফেরারি মন' ধারাবাহিকে, কালার্স বাংলায়, প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
আরও পড়ুন: Aditi Rao Hydari: নববর্ষে আদুরে ছবি পোস্ট, প্রেমের গুঞ্জনে সিলমোহর অদিতি-সিদ্ধার্থের?
এর আগে কী হয়েছে ধারাবাহিকে?
প্রসঙ্গত কিছুদিন আগেই এই ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র। অগ্নির পিসি সাগরিকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী রাত্রি ঘটক (Ratri Ghatak)-কে। মালিনী অর্থাৎ অগ্নির মায়ের খুনের জন্য মূল অভিযুক্ত এই সাগরিকা। এর আগে, মালিনীর হত্যা সংক্রান্ত প্রমাণ নিয়ে হৃষিকেশের মনে পরমাকে নিয়ে সন্দেহ তীব্র হলে, হৃষিকেশ তুলসীর সঙ্গে হাত মেলায়, সর্বোপরি তাকে বিশ্বাস করে। তুলসী যখন রমেশের রেখে যাওয়া ক্লুগুলি অনুসন্ধান করে, তখন পরমা সেগুলি আবিষ্কার করে নির্মূল করে ফেলে। তুলসী রমেশের কাছে রাখা একটি চিরকুট খুঁজে পেয়ে হৃষিকেশের হাতে তুলে দেয়। হৃষিকেশ সেই নোট থেকে ইঙ্গিত পায় যে মালিনী আজও জীবিত থাকতে পারে। হৃষিকেশের সন্দেহ আরও বেড়ে যায়, বুঝতে পারে যে পরমাই এই আক্রমণগুলি সাজাতে পারে। তারপর কী হবে জানতে চোখ থাকুক, কালার্স বাংলায়, প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।