কলকাতা: রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম.. রথ এলেই যেন মনে পড়ে যায় ছোটবেলার পড়া এই কবিতাটা। কিন্তু যাঁরা ঘরের বাইরে বেরোতে পারেন না? পৌঁছতে পারেন না রথ পর্যন্ত? তাদের জন্য প্রতিবারই কিছু না কিছু উপহার সাজিয়ে রাখে ছোটপর্দার চ্যানেলগুলি। আর এবার রথযাত্রার উৎসবের আয়োজন করবেন ছোটপর্দার ধারাবাহিক 'আলতা ফড়িং'-এর পরিবার। সেইসঙ্গে থাকবেন সেই চ্যানেলের অন্যান্য ধারাবাহিকের পরিচিত মুখেরাও। নাচ গান অনুষ্ঠানে মেতে উঠবে আসর। 



Rath Yatra: রথযাত্রায় উৎসবের আয়োজন 'আলতা ফড়িং' পরিবারের, অতিথি হলেন কে কে?



আরও পড়ুন: Ekka Dokka: লড়াই থেকেই ভালোবাসা শুরু? শঙ্খ নন, এবার ডিঙ্কার সঙ্গে প্রেম করবেন মোহর!


আজ চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই খবর। সেখানে অনুষ্ঠানের কিছু ঝলকও দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে 'গ্রামের রাণী বিনাপাণী' ও 'বৌমা একঘর'-এর পরিবার। মিলেমিশে, রীতি মেনে রথের দড়িতে টান দেবেন সকলেই, আনন্দে মাতবে ছোটরাও। মঞ্চে নৃত্য পরিবেশন করবে নবনীতা দাস। তাঁর সঙ্গে থাকবেন অন্যান্য তারকাও।




ধারাবাহিক 'আলতা ফড়িং'-এর মুখ্যভূমিকায় অভিনয় করছেন খেয়ালী। এই ধারাবাহিকে রীতিমতো জিমন্যাস্টিক করতে হয়ে তাঁকে। ছোট থেকেই জিমন্যাস্টিক শিখেছেন খেয়ালী। কিন্তু জিমন্যাস্টিক শেখা নাচের জন্য। কিন্তু খেয়ালীর প্রিয় খেলা ফুটবল। শুধু তাই নয়, নেমারের বড় ভক্ত খেয়ালী। সাংবাদিক সম্মেলনে কথায় কথায় জানালেন সেই কথাও। খেয়ালীতে মুগ্ধ ধারাবাহিকের অন্যতম মাথা সুশান্ত দাসও। এবিপি লাইভকে তিনি বললেন, 'আশা করিনি এমন কোনও মেয়ের সন্ধান পাব যে জিমন্যাস্টিক জানে। ভেবেছিলাম কোনও মেয়েকে জিমন্যাস্টিক শিখেয়ে নেব অথবা ডামি ব্যবহার করতে হবে। কিন্তু খেয়ালির অডিশানের রেকর্ড দেখে সঙ্গে সঙ্গে ওকেই ফড়িং করার সিদ্ধান্ত নিই। নায়িকাদের ক্ষেত্রে গলার স্বর মধুর হওয়াও খুব জরুরি। খেয়ালির গলাটাও মিষ্টি। ওর আগে আরও ৫জনকে ভাবা ছিল এই চরিত্রটার জন্য। খেয়ালিকে পেয়ে সবাইকে না বলে দিই। আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ধারাবাহিক।'