কলকাতা: ধারাবাহিকে এবার নতুন জুটি। ডিঙ্কা আর মোহরের, থুড়ি, সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maullick) ও সোনামণি সাহার (Sonamoni Saha)। স্টার জলসার নতুন ধারাবাহিক 'এক্কা দোক্কা'-র (Akka Dokka) হাত ধরে ছোটপর্দায় আসছে নতুন এই জুটি। দুই ডাক্তারি পড়ুয়া আর তাদের পরিবারের লড়াইকে নিয়ে এগিয়ে যাবে এই গল্প।
'এক্কা দোক্কা'-র গল্প
ছোটপর্দার একটি প্রথম সারির চ্যানেল নিয়ে আসছে নতুন ধারাবাহিক। প্রোমো বলছে, এই গল্প দুই ডাক্তারি পড়ুয়ার। দুই পরিবারের মধ্যে বৈরিতা আর লড়াই। আর সেই দুই পরিবারের ছেলে মেয়ে একই কলেজের পড়ুয়া। দুজনেই চিকিৎসক হতে চায়। দুই পরিবারের লড়াই শেষমেষ এসে ঠেকে দুই পড়ুয়ার রেজাল্টের ওপর। যে পরীক্ষায় প্রথম হতে পারবে, জিতবে সেই। পরিবারের লডা়ই যেন ছাপ ফেলে দুই পড়ুয়ার মধ্যেও। একে অপরকে প্রতিদ্ধন্ধী ভাবতে থাকে তাঁরা। কিন্তু শুধুই কি প্রতিদ্বন্দ্বী? হঠাৎ বৃষ্টিতে নায়িকার ছতা উড়ে গেলে তাঁর মাথায় ছাতা ধরতে এগিয়ে আসেন নায়কই। বার্তা দেন, লড়াইটা চলুক কিন্তু একই ছাতার তলায়। প্রেম, বন্ধুত্ব নাকি প্রতিদ্বন্দ্বীতাতেই শেষ হবে এই গল্প, সেই উত্তর দেবে সময়।
এর আগে ধারাবাহিক 'শ্রীমতী' তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সপ্তর্ষি মৌলিক। সেখানে তাঁর নাম হয়েছিল ডিঙ্কা। অন্যদিকে মোহর ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন সোনামণি সাহা। এবার তাঁদের নতুন চরিত্রে, নতুন ভূমিকায় দেখার অপেক্ষায় মুখিয়ে দর্শকেরা।
এই ধারাবাহিকে সপ্তর্ষিকে দেখা যাবে একেবারে ছকভাঙা মেজাজে। সেখানে কোথাও তিনি ব্যাডমিন্টন খেলছেন পাকা খেলোয়াড়ের মতো, কোথাও আবার মেজেছেন গিটারের সুরে। ঘরোয়া কূটকাচালি নয়, কলেজ জীবনের নস্ট্যালডিয়াকে এই ছবি ফিরিয়ে আনবে এমনই আশা করা যাচ্ছে।
ধারাবাহিকের নামে ছোটবেলার খেলার নস্ট্যালজিয়া রয়েছেন। সেই নস্ট্যালজিয়া মেখে নতুন এই জুটি ছোটপর্দায় কতটা নিজেদের রসায়ন তুলে ধরতে পারে সেটাই দেখার। এখনও চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকের সম্প্রচারের সময় ও দিন ঘোষণা করা হয়নি।