কলকাতা: 'দাদাগিরি' শেষ। সেই স্লটেই শুরু হচ্ছে সুরের অনুষ্ঠান। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে 'সা রে গা মা পা'- রিয়্যালিটি শো-এর প্রতিটা সিজনই। এবারে সঞ্চালনার দায়িত্বে থাকছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। 


এই বছর চমক থাকছে বিচারকদের আসনেও। সঙ্গীতের লড়াইয়ে এবার মহাগুরুর আসনে থাকছেন পদ্মভূষণ পন্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajay Chakraborty)। চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র মহাগুরুর আসনে বসা বা বিচার করা নয়, সঙ্গীতের মঞ্চ থেকে সেরা পাঁচ শিল্পীকে বেছে নেবেন তিনি। তারপরে নিজে শ্রুতিনন্দনে তাঁদের গানের তালিম দেবেন বলেও কথা দিয়েছেন। 


বিচারকের আসনে এই বছরের নতুন সংযোজন রিচা শর্মা (Richa Sharma)। এই প্রথম কোনও রিয়্যালিটি শো-তে বিচারক হিসাবে অংশগ্রহণ করবেন তিনি। কালো পোশাকে প্রথম দিনে রিচার চোখ ধাঁধানো ছবি চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 


প্রথম দিনে অনুষ্ঠানে হাজির থাকছেন জোজো (Jojo), ইমন চক্রবর্তী (Iman Chakraborty), রাঘব (Raghav), মনোময় ভট্টাচার্য্য (Manomay Bhattacharya), রথীজিৎ ভট্টাচার্য্য (Rathijit Bhattacharyya) শ্রীকান্ত আচার্য (Srikanta Acharya), শান্তনু মৈত্র (Shantanu Maitra) এবং অবশ্যই পন্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajay Chakraborty)। সঞ্চালনায় ছিলেন আবির। বিশেষ অতিথি হিসেবে এদিনকার মঞ্চে উপস্থিত ছিলেন সঙ্গীতজগতের বহু তারকা। এঁদের মধ্যে অন্য়তম বীণা শ্রীবাণী (veena srivani)।


আরও পড়ুন: Byomkesh: ব্যোমকেশের 'শ্যুটিং ডায়েরিজ', কলকাতার বুকেই নকশাল আন্দোলনের প্রেক্ষাপট ফুটিয়ে তুলছেন অরিন্দম


এবারের 'সা রে গা মা পা'- রিয়্যালিটি শো-তে থাকছে জাজেস প্যানেল। সেখানে থাকবেন জোজো, ইমন চক্রবর্তী, রাঘব, মনোময় ভট্টাচার্য্য, রথীজিৎ ভট্টাচার্য্য। মূল বিচারক হিসেবে থাকছেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র ও রিচা শর্মা। আর মহাগুরু হিসেবে থাকছেন অজয় চক্রবর্তী। 


এই বছরের 'সা রে গা মা পা'- রিয়্যালিটি শো কেবলমাত্র বড়দের জন্য নয়। বড়দের সঙ্গে এইবার পাল্লা দেবে ৫ খুদে। বড়দের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গীতের লড়াই লড়বে তাঁরা।