কলকাতা: যার নামে 'সাফল্য' থাকে, তার সফলতার রাস্তাটা আরও একটু সহজ হয়ে যায় কি? বোধহয় নয়। খুদে বয়সেই যাকে সমান দক্ষতায় সামলাতে হচ্ছে পড়াশোনা আর অভিনয়, তার রাস্তাটা নেহাত সোজা নয়। সাফল্য দেবনাথ (Safalya Debnath)। ধারাবাহিক যুগনায়ক স্বামী বিবেকানন্দ (Yuganayak Swami Vivekananda)-র বিলে। তার স্বপ্নিল চোখে মায়া আর মুখে প্রশান্তি। খুদের মুখের সঙ্গে সত্যি সত্যিই স্বামী বিবেকানন্দের মিল রয়েছে কী? 


স্কুলে পড়ার বয়সেই নিয়মিত শ্যুটিং ফ্লোরে হাজির থাকছেন সাফল্য। ধারাবাহিকের মুখ্য়ভূমিকায় অভিনয়ের চাপ নেহাৎ কম নয়। বরং স্কুলে যাওয়ার রুটিনে একটু ঘাটতিই পড়ে মাঝে মাঝে। সাফল্য থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার সুযোগ কীভাবে এল? এবিপি লাইভকে সাফল্য বলল, 'অনেক ছোটবেলা থেকেই থিয়েটার করি আমি। আমার শিক্ষকের থেকেই খবর পাই এই ধারাবাহিকের। এরপর অডিশন নিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মনোনীত হই।'


আরও পড়ুন: Bhoote Biswas Koren: মাঝরাত্রে গাড়ি খারাপ, শিলাজিতের কাছে আশ্রয় চাইলেন শ্রীলেখা, তারপর?


ছোট থেকেই অভিনয়ে আকর্ষণ ছিল সাফল্যর। আর তাই থিয়েটারে যোগ দেওয়া। কিন্তু পড়াশোনা? সাফল্য বলছে, 'নিয়মিত স্কুলে যাওয়া হয় না। তবে পড়াশোনার জন্য যতটা সময় পাই, মন দিয়ে পড়াশোনাটাই করি। স্কুলে গেলে অবশ্য খুব খুশি বন্ধুরা। আমার অভিনয়ের প্রশংসাও করে। বলে, তোর অভিনয় খুব ভালো লাগে। শিক্ষক শিক্ষিকারাও ভালোবাসেন আমায়। অভিনয়ের প্রশংসা করেন। ' স্কুলে সাফল্য কি তবে তারকা? একটু আটকে গিয়েই সাফল্যেই সরল উত্তর, 'বলতে পারো।'


স্বামী বিবেকানন্দের চরিত্রে অভিনয় করছেন সাফল্য। নেহাৎ সোজা নয়। আলাদা করে মহাপুরুষদের গল্প শোনা হয়? সাফল্য জানাল, চিত্রনাট্যটাই তার কাছে গল্পের মতো। ফলে কাজ করতেই করতেই জানা হয় যায় অনেক অজানা গল্প। আর বড় হয়ে অভিনেতা নয়, প্রথমে স্বামী বিবেকানন্দের মতো একজন ভালো মানুষ হতে চায় সাফল্য।


শ্যুটিং ফ্লোরে খুদের হাজার দুষ্টুমির গল্প। কিন্তু এখনও পর্যন্ত তার মনে রাখার মতো ঘটনা কী? সাফল্য হেসে বলল, 'হ্যাঁ.. একটা ঘটনা খুব মনে আছে। আমার একটা দৃশ্য ছিল গাছে ওঠার। গাছের ওপর উঠে বসে সংলাপ বলতে হবে। আমি তো গাছে উঠতে পারছি না। পারি ও না। কেঁদে-কেটে একশা। শেষে ৮-৯ জন মিলে মই দিয়ে আমায় গাছে তোলা হল। সেদিন খুব ভয় করেছিল। এখন সব ভয় কেটে গিয়েছে।'


তার অভিনয় সবার মন কেড়েছে। কিন্তু সাফল্যর প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? সাফল্যর সপ্রতিভ উত্তর, প্রিয় নায়ক জিৎ (Jeet) আর প্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)।