কলকাতা: আকাশ আটের (Aakash Aath) জনপ্রিয় ধারাবাহিক 'সাহিত্যের সেরা সময়' (Sahityer Shera Somoy)। সেখানে এবার নতুন গল্পের সময়। শুরু হতে চলেছে 'অনুরাধা' (Anuradha)। পরিচালনায় সুমন রায় (Suman Roy)। 


সাহিত্যের সেরা সময়ে নতুন গল্প 'অনুরাধা'


সুমন রায়ের পরিচালনায় 'অনুরাধা' শুরু হতে চলেছে জনপ্রিয় 'সাহিত্যের সেরা সময়' ধারাবাহিকে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে নতুন গল্প দেখা যাবে। মৌমিতা করগুপ্তের চিত্রনাট্য ও সংলাপে তৈরি এই সিরিজ। সোমবার থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে 'অনুরাধা'।


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'অনুরাধা' গল্পটি বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র স্থানাধিকারী। নিভে আসা এক জমিদার বাড়ির অবিবাহিতা বয়স্কা কন্যা অনুরাধা। বাবার মৃত্যু, দাদার বিশ্বাসঘাতকতা বা সমাজের কটূক্তি, কোনও কিছুই টলাতে পারেনি তার আত্মসম্মানকে। আপোস করেনি সে কোনও ধরনের পরিস্থিতির সঙ্গে। বরং মেনে নিয়েছে কঠিন বাস্তবকে। অনুরাধাদের জমিদারি হস্তান্তরের পরে তাকে বাড়ি থেকে উৎখাত করতে আসে নব্য জমিদারের ছেলে বিজয়। কিন্তু উল্টে দেখা যায় বিজয়ের মা হারা ছেলে কুমারের মা হয়ে উঠতে শুরু করে অনুরাধা। কুমার আর বিজয়ের মধ্যে কয়েক যোজন দূরত্ব মিটিয়ে অনুরাধাই হয়ে হয়ে তাদের সম্পর্কের মধ্যের সেতু। কিন্তু বিজয় যে আগে থেকেই দ্বিতীয় স্ত্রী হিসাবে ভেবে রেখেছে শহুরে শিক্ষিতা মেয়ে অনিতাকে। কোন খাতে বইবে অনুরাধার জীবন?


এই ধারাবাহিকে অমর চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে ফাল্গুনী চট্টোপাধ্যায়কে। অনুরাধার চরিত্রে অভিনয় করেছেন পৃথা চন্দ। বিজয়ের চরিত্রে রয়েছেন আদিত্য বক্সি। অনিতার চরিত্রে জিনা তরফদার। এছাড়া সন্তোষীর চরিত্রে সোহিনী দেবনাথ, কুমারের চরিত্রে সাফল্য দেবনাথ, গগনের চরিত্রে প্লাবন বসু, প্রভার চরিত্রে তনুশ্রী ভট্টাচার্য, অজয়ের চরিত্রে সায়ন্তন হালদারকে দেখা যাবে। 


আরও পড়ুন: Ranveer-Deepika: অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন? প্রথম সন্তানের অপেক্ষায় তারকা দম্পতি, খবর সূত্রের


এর আগে সাহিত্যের সেরা সময়ে দেখা গিয়েছিল 'কড়ি দিয়ে কিনলাম' ধারাবাহিক। কড়ি দিয়ে সব কিছু কি কেনা যায়? এমন অনেক জিনিসই তো থাকে যার মূল্য নির্ধারণ সম্ভব নয়, বা যা কড়ি দিয়ে কেনা যায় না! ধারাবাহিক 'কড়ি দিয়ে কিনলাম'-এ লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেন অর্কজা। সতীর চরিত্রে অভিনয় করেন সুশ্রিতা। আর দীপুর ভূমিকায় অভিনয় করেন অর্ণব। শ্যুটিংয়ের অবসরে ধারাবাহিক থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ নিয়ে জমজমাট আড্ডা দেন তাঁরা এবিপি আনন্দের পর্দায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।