কলকাতা: সম্প্রতি এক বছর পূর্ণ করল কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand Completes One Year)। সেটেই সকলে মেতে ওঠেন উৎসবের আনন্দে। টানা এক বছর ধরে দর্শকের মনজয়ের পর নিজেদের মধ্যে মাতেন উদযাপনে। 


'সোহাগ চাঁদ' ধারাবাহিকের প্রথম বর্ষপূর্তি


সাফল্যের সঙ্গে টানা ৩৬৫ দিনের বিনোদন। এক বছর পূর্তি উদযাপনে সম্প্রতি সেটে একজোট হয়েছিলেন 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের সকল কলাকুশলী। ২০২২ সালের ২৮ নভেম্বর শুরু হয় এই ধারাবাহিকের পথচলা। সেই অনুযায়ী, চলতি বছরের ২৭ নভেম্বর একজোট হয়ে গোটা টিম সেলিব্রেট করে ধারাবাহিকের প্রথম জন্মদিন। দুই ভিন্ন ধারার মানুষ সোহাগ ও চাঁদের পথচলা উপভোগ করেন দর্শক। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে গোটা টিম নৃত্য পরিবেশন করে। তারপর ছিল ৩৬৫ দিনের সফরের একটি ভিজ্যুয়াল প্রেজেন্টেশন। স্মৃতির সরণি বেয়ে হাঁটেন সকলেই।


'সোহাগ চাঁদ' ধারাবাহিক মূলত সোহাগ নামের নারী চরিত্রের গল্প বলে। এক আবেগঘন, সহানুভূতিশীল মহিলা, যাকে তার ভারী ওজনের জন্য পাত্রপক্ষ বারবার বাতিল করেছে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস এন্থুসিয়াস্ট' অর্থাৎ শরীর সচেতন, সেই সঙ্গে তার আকাঙ্খাও প্রচুর। তবে সোহাগ আশাবাদী যে তার 'প্রিন্স চার্মিং' আসবে, যে তার অন্তরের সৌন্দর্যের মান দেবে। অন্যদিকে চাঁদ স্বপ্ন দেখে নিজের স্পোর্টস অ্যাকাডেমি খোলার এবং মনে মনে চায় এক নিখুঁত পরীর মতো স্ত্রী। গল্পের মোড়ে সোহাগ ও চাঁদ সাত পাকে বাঁধা পড়ে। এখন ধীরে ধীরে দর্শক দেখছেন যে সোহাগের শারীরিক গঠনে না চাঁদ আপ্লুত তাঁর অন্দরের সৌন্দর্যে। 


ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। চাঁদের চরিত্রে অভিনয় করেন অভিষেক বীর শর্মা। ধারাবাহিকে ভরত কল, সমতা দাস, অনুরাধা মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা রয়েছেন অন্যান্য চরিত্রে। 


আরও পড়ুন: Rooqma Ray: টলিপাড়ায় বিয়ের মরশুমে এবার সাত পাকে বাঁধা পড়লেন রুকমাও? পাত্র কে?


কোথায় দাঁড়িয়ে এখন ধারাবাহিকের গল্প?


গল্পে সাম্প্রতিক মোড়ে সোহাগ ও চাঁদ একজোট হয়েছে দুর্জয়ের গুন্ডাদের চক্রান্তে ওয়্যারহাউজের ওপর হামলা আটকাতে। বন্দ্যোপাধ্যায় পরিবারকে ব্যবসার ভরাডুবি থেকে বাঁচাতে বদ্ধপরিকর তারা। সেই সঙ্গে দুজনেই তারা তাদের আসন্ন বিচ্ছেদের আঁচে পুড়তে থাকে। পরিবারের একের পর এক দুর্ঘটনার জন্য সোহাগকে দায়ী করা হয়। কমলিকা জোর দিয়ে বলতে থাকে যে এবার সোহাগের উচিত ডিভোর্স দিয়ে চাঁদকে মুক্তি দেওয়া। সে তুলে আনে ম্যারাথনের প্রসঙ্গ এবং ২০ লক্ষ টাকা পুনরায় দিতে বলে। চাঁদ এই অবস্থায় সোহাগের পাশে দাঁড়ালেও সে শান্ত থাকে। এই পর্যায়টি কি সোহাগ এবং চাঁদের জন্য একটি নতুন উপলব্ধির সূচনা করবে, তাদের অবিচ্ছেদ্য ভাগ্যকে স্বীকৃতি দেবে, নাকি তারা কাগজে-কলমে বিচ্ছেদের কাছে আত্মসমর্পণ করবে?


এরপর কী হয় জানতে হলে, চোখ রাখুন কালার্স বাংলার 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y