কলকাতা: কালার্স বাংলার জনপ্রিয় 'সোহাগ চাঁদ' (Sohag Chand) ধারাবাহিক নানা কারণেই দর্শকের প্রিয় (Daily Serial Update)। সোহাগ ও চাঁদের সম্পর্কের পাশাপাশি দর্শকের বিশেষ পছন্দের সায়ন ও খোয়াইয়ের সম্পর্কও। আর পাঁচটা সাধারণ সম্পর্কের মতো না হয়েও তাদের সম্পর্ক অসাধারণ। আর তাদের ঘিরেই ধারাবাহিকে এখন প্রেমের মরশুম। (Romantic Update)
প্রত্যেক বৃষ্টিতে আরও সতেজ হয়ে ওঠে সায়ন-খোয়াইয়ের 'ছকভাঙা' প্রেম
প্রাপ্তবয়সের সমস্যা, কাজের চাপ, বাড়ির কাজের চাপ সামলে সায়ান ও খোয়াই এক বিরল এবং সুন্দর প্রেম আবিষ্কার করেছে যা সাধারণ এই জীবনের থেকে অনেক ওপরে। ওরা তো আর পাঁচটা সাধারণ জুটির মতো নয়। সায়ন, যাকে প্রচলিত অর্থে সুন্দর দেখতে নয়, সে এখন খানিক স্বাস্থ্যবান জীবনযাত্রার প্রতি আকৃষ্ট বোধ করছে। অন্যদিকে, খোয়াই, সাম্য ও ফিটনেসের প্রতিচ্ছ্ববি। তবে জীবনের সমস্ত বিপরীত পরিস্থিতিতেও হাতে হাত রেখে চলে তারা, একসঙ্গে। নিজের নিজের জীবনে হাজারো ব্যস্ততা সত্ত্বেও, ছোট ছোট সাধারণ মুহূর্তে আনন্দ খুঁজে নেয় তারা, বিশেষত বৃষ্টির সময়ে।
যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে, তারা একে অপরের হাত ধরে তা উপভোগ করার সুযোগ ছাড়ে না। টাটকা, মাটির সোঁদা গন্ধে, বৃষ্টির টাপুর টুপুর শব্দ প্রাণভরে উপভোগ করে। রাস্তার ধারের গুমটি চায়ের দোকানে গরমে চায়ে চুমুক দিয়ে, শান্ত কথোপকথনের ফাঁকে হাসিতে লুটিয়ে যেতে ভালবাসে তারা। এই বৃষ্টির মরশুমে তারা নিজেদের নতুন করে খুঁজে পায়। পৃথিবীর সমস্ত দাবিদাওয়া থেকে ছুটি নিয়ে একান্তে সময় কাটায় সায়ন ও খোয়াই, এই বৃষ্টিতে।
ধারাবাহিকে তাদের এই প্রেমকাহিনি যেন দর্শককে মনে করিয়ে দেওয়ার কৌশল, যে সময়ের সঙ্গে সঙ্গে ভালবাসা, রোম্যান্স ফুরিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। প্রত্যেক ঝড়বৃষ্টির মধ্যে দিয়েই, নিজেদের বন্ধনকে আরও মজবুত করেছে খোয়াই ও সায়ন। তাদের বিশ্বাস আসল ভালবাসা সাহচর্য, বোঝাপড়া এবং জীবনের সহজতম আনন্দ একসঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই আছে। জীবন যতই কঠিন হোক না কেন, যতই জটিল, ব্যস্ত হোক না কেন, নতুন করে ভালবাসার রসদ জোগায় সায়ন ও খোয়াইয়ের রসায়ন।
এই বাঁধভাঙা আবেগ, বৃষ্টিভেজা প্রেমের মুহূর্ত উপভোগ করতে হলে নজর রাখতে হবে, কালার্স বাংলায় প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায় 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে ও যে কোনও সময়ে জিও সিনেমায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।