কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand)। সমাজের একাধিক চিরাচরিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে ছোটপর্দায় এক নতুন ধারা নিয়ে এসেছে 'সোহাগ চাঁদ'। কিছুদিন আগেই এই ধারাবাহিকের দর্শক এক ঝাঁ চকচকে ফ্যাশন শো (fashion show) দেখেছেন। সেখানে মার্জার সরণি কাঁপিয়েছেন ধারাবাহিকের 'প্লাস সাইজ' (Plus Size) নায়িকা, জেতেন সেরার শিরোপা। এবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?
'সোহাগ চাঁদ' ধারাবাহিকে নয়া পর্ব
ফের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারকে। চাঁদের অ্যাকাডেমির ভিত পুজো হবে। তার জোগাড় ও প্রস্তুতিতে ব্যস্ত সকলে। এই পর্বের শুরুতেই দেখা যায় যে নিজের সোনার বালা নিঃস্বার্থ মনে দিয়ে দেয় ঊমা। কিন্তু হঠাৎই অত্যন্ত রহস্যজনকভাবে সেই বালাগুলি উধাও হয়ে যায়। ফলে বাড়ি আসে পুলিশ, শুরু হয় তদন্ত।
আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল ট্যুইস্ট। এই ঘটনার জন্য পুরোপুরি সোহাগের দিকে আঙুল তোলে সূর্য ও কমলিকা। তাদের দাবি, সোহাগ চুরি করেছে বালাগুলি। যদিও গোটা পরিবারের কাছেই তা অত্যন্ত অবিশ্বাস্য। একইসঙ্গে হঠাৎ করে সূর্যের নিজের স্ত্রীয়ের পক্ষ নেওয়া এবং সোহাগকে অবিশ্বাস করা, রহস্য সন্দেহ আরও ঘনীভূত করে।
ভিত পুজোর গোটা পর্ব এক নাটকীয় মোড় নেয় যখন চাঁদকে ডিভোর্সের কাগজপত্র পাঠাতে চায় সোহাগ। আর ঠিক সেই সময়েই আচমকা ফিরে আসে উত্তম, যা তাদের সম্পর্কের সমীকরণ বদলে দিতে শুরু করে।
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে
সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়। তারপর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial