কলকাতা: টেলিপাড়ায় ফের 'আরেকটি প্রেমের গল্প'। চুটিয়ে প্রেম করছেন ছোটপর্দার 'অপু' ওরফে সুস্মিতা দে (Sushmita Dey)! প্রমাণ? সোশ্যাল মিডিয়া। সামাজিক মাধ্যমের পাতায়। নায়িকা আর তাঁর প্রেমিকের ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন অনুরাগীরা। তবে 'অপু'-র প্রেমিক অনির্বাণ রুপোলি পর্দার মানুষ নন। 


সুস্মিতার প্রেমিকের খোঁজ


সুস্মিতাকে এই মুহূর্তে দর্শকরা দেখছেন জনপ্রিয় ধারাবাহিক ‘বৌমা একঘর’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে। তবে নায়িকাকে অবশ্য এখনও দর্শকদের কাছে বেশি পরিচিত ‘অপু’ হিসেবেই। এ বার সবার আদরের অপু নেটমাধ্যমে ভাগ করে নিলেন নিজের ভালবাসার মানুষের কথা। শুধু  তিনি নন, প্রেমিক অনির্বাণের প্রোফাইলেও ছড়িয়ে রয়েছে প্রেমের অকপট স্বীকারোক্তি। বিজ্ঞাপনী সংক্রান্ত কাজ করেন অনির্বাণ। সেই সুত্র ধরেই তাঁর টেলিপাড়ার সঙ্গে যোগাযোগ। অনির্বাণের প্রোফাইলেও সুস্মিতার সঙ্গে ছবি দিয়ে লেখা রয়েছে গানের লাইন।


আরও পড়ুন: 'Jawan' Teaser Out: মুখে ব্যান্ডেজ, হাতে বন্দুক, অদেখা লুকে 'জওয়ান' শাহরুখ, প্রকাশ্যে টিজার


আপাতত ছোটপর্দার জনপ্রিয় মুখ সুস্মিতা। কিন্তু প্রথম যখন তিনি অভিনয় জগতে আসেন, সমর্থন পেয়েছিলেন বাড়ি থেকে? 'বৌমা একঘর' ধারাবাহিকের নায়ক নায়িকার কাছে। সুস্মিতা বললেন, 'আমার বাড়ির সবাই প্রথম থেকেই সমর্থন করেছিল আমার অভিনয় বেছে নেওয়ার সিদ্ধান্তকে। ছোট থেকে যা করতে চেয়েছি, তাতেই আমায় সমর্থন করেছে পরিবার। আমি মফঃস্বলের মেয়ে। পরিবারের সমর্থন ছাড়া কলকাতায় এসে কাজ করা সম্ভবই হত না। আমার মনে আছে, প্রথমদিন পরিচালক সুশান্তদার সঙ্গে কথা বলতে এসেছিলাম মায়ের সঙ্গে।'


'বৌমা একঘর' ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে অভিনয় করছেন দেবজ্যোতি রায়চৌধুরী (Debojyoti Roychowdhury)। ধারাবাহিকের গল্প কিছুটা এমন, এক পরিবারের দুই জা। তাঁদের যেমন হাঁড়ি আলাদা, তেমনই তাঁদের মধ্যে রয়েছে বিস্তর প্রতিন্ধন্দ্বিতা। কার বাড়ির বৌরা বেশি এগিয়ে এই নিয়ে একটা চাপা লড়াই চলতেই থাকে। ইতিমধ্যে বাড়িতে আসে নতুন বৌমা টিয়া। তাঁর বর পেশায় মেকানিক। শুরু হয় নতুন বৌয়ের চাকরি পাওয়ানোর লড়াই।