কলকাতা: জন্মদিনের পার্টিতে থেকে উধাও শিশু (Kid Missing)। অন্যদিকে রায়চৌধুরী বাড়ির বন্ধ হয়ে যাওয়া রথযাত্রা (Rath Yatra) ফের শুরু হল। গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)। 


'নিম ফুলের মধু' (Neem Phooler Madhu)


সৃজনের বৌদি মৌমিতার দাদার মেয়ের জন্মদিনের পার্টিতে দত্ত পরিবারকে নিমন্ত্রণ করা হয়। কিছু টাকা রোজগারের তাগিদে চয়ন সেই পার্টিতে অজান্তেই মিকি মাউস সেজে যায় বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। এদিকে যার জন্মদিন সেই বাচ্চা মেয়েটি হঠাৎই গায়েব হয়ে যায় পার্টি থেকে। এর গোটা দোষ এসে পড়ে চয়নের ওপর। কারণ তার সঙ্গেই বাচ্চাটিকে শেষ দেখেছিল তিন্নি। পর্ণা বাচ্চাটিকে খুঁজে বের করে। সৃজন কি পারবে চয়নকে এই বিপদ থেকে রক্ষা করতে?


'খেলনাবাড়ি' (Khelnabari)


রণজিৎ ও অনামিকার লাহিড়ি ইন্ডাস্ট্রিস বিক্রি করার পরিকল্পনা বারবার ভেস্তে দিতে থাকে ইন্দ্র ও মিতুল। অবশেষে ইন্দ্র ও মিতুলকে ফাঁদে ফেলার জন্য রণজিৎ লাহিড়ি ইন্ডাস্ট্রিস বিক্রির মিথ্যা নাটক সাজায়। ইন্দ্র ও মিতুল আগেরবারের মতোই সেখানেও রণ ও অনামিকা সেজে পৌঁছয় ডিল বাতিল করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা মুখোমুখি হয় রণর পোষা গুন্ডাদের। রণ ভাবে এবার সে ইন্দ্র ও মিতুলের খেলা শেষ করবে কিন্তু সে নিজেই পড়ে যায় মিতুল ও ইন্দ্রর পাতা জালে। তারপর?


'রাঙা বউ' (Ranga Bou)


অসুস্থ কুশ। কিন্তু তাকে সাহায্য করতে এগিয়ে এল না শীল পরিবারের একজন সদস্যও। নিরুপায় পাখি এবার কীভাবে করবে কুশের চিকিৎসার ব্যবস্থা?


'গৌরী এলো' (Gouri Elo)


ঘোষাল বাড়ির দুর্মূল্য কালী মূর্তি পাচার করার চক্রান্ত করে অতনু। এদিকে রাতের অন্ধকারে মূর্তি চুরি করতে যেই মন্দিরে গেছে অতনু, অদ্ভুতভাবে সেই চক্রান্তের আভাস পেয়ে যায় তারা। তারপর?


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


'ফুলকি' (Phulki)


ফুলকির উদ্যোগে চালু হল রায়চৌধুরী বাড়ির বন্ধ হয়ে যাওয়া রথযাত্রা। কিন্তু রথের চাকা আটকে যায় কাদায়। ফুলকি চেষ্টা করে কাদা থেকে চাকা তুলতে, সেই সময় ঠাকুর একটু সরে যায়। কিন্তু ঠিক সময় রোহিত এসে ঠাকুরকে ধরে। নাচ গানের মাধ্যমে পালিত হয় রথযাত্রা।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial