কলকাতা: বাবার চাওয়া টাকার আবদার কীভাবে মেটাবে ফুলকি (Phulki)? এবার কি সত্যিই কৃষ্ণাকে (Ram Krishnaa) বাড়ি থেকে বের করে দেওয়া হবে? গোটা সপ্তাহে ছোটপর্দার কোন গল্পে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? দেখে নেওয়া যাক টেলি মশালা (Telly Mashala)।
'নিম ফুলের মধু' (Neem Phooler Madhu)
তিন্নি পর্ণাকে চ্যালেঞ্জ করে যে সে সৃজনের সঙ্গে তাকে ভাল থাকতে দেবে না। বটব্যাল নামে এক ক্ষমতাশালী ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় তিন্নির। তাকে হাত করে তিন্নি সৃজনের চাকরি ছিনিয়ে নেয়। সৃজন এরপর বটব্যালের অফিসে চাকরি পায়। কিন্তু পরে জানা যায় সৃজনের বস আসলে তিন্নি। এদিকে চাইলেও এখন এই চাকরি সৃজন ছাড়তে পারবে না, কারণ সে চুক্তিতে সই করে ফেলেছে। পর্ণা এবার কীভাবে সৃজনকে বাঁচাবে?
'গৌরী এলো' (Gouri Elo)
অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথে এসেছে শৈল। এবার সেই কাহিনি খোলসা হল ঘোষাল পরিবারের কাছে।
'খেলনাবাড়ি' (Khelnabari)
অনুরাধার চোখে ধরা পড়ে যায় যে মলিই আসলে মিতুল। অন্যদিকে ইন্দ্রর মাথায় বন্দুক ধরে রণি। মিতুলের সব প্ল্যান ভেস্তে যায়। এবার কি আর মিতুলরা ফিরে পাবে লাহিড়ি বাড়ি? নাকি অনুরাধার দেওয়া শর্ত মেনে ইন্দ্রকে ডিভোর্স দিয়ে চলে যাবে মিতুল?
'রাম কৃষ্ণা' (Ram Krishnaa)
পূর্ণিমা, অম্বালিকা ও তুলতুলি কৃষ্ণাকে শিক্ষা দেওয়ার ফন্দি আঁটে। রামের উঠোনে নারকেল তেল ছড়িয়ে দেয় তুলতুলি। সেখানে কৃষ্ণাকে পড়ে যাওয়ার থেকে বাঁচায় রাম। কৃষ্ণার তিন বন্ধু তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। পরিবারের সদস্যদের সঙ্গে সন্ধ্যারতি শুরু করে রাম। এদিকে কৃষ্ণার বন্ধুবান্ধব এত জোরে গান চালায় যে রামের পরিবার তাড়াতাড়ি পুজো শেষ করতে বাধ্য হয়। ফলে কৃষ্ণার ওপর রেগে রায় নারায়ণ। এতে বেজায় খুশি হয় কৃষ্ণা এই ভেবে যে এবার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে নারায়ণ।
আরও পড়ুন: Hair Care: আপনি কি চুল পড়ার সমস্য়ায় জর্জরিত? পাতে রাখুন এই খাবারগুলি
'ফুলকি' (Phulki)
রোহিতেরই সুপার মার্কেটে কাজ করে ফুলকি। এদিকে ফুলকির বাবা, যিনি খুব একটা সুবিধার মানুষ নন, সে বারবার টাকা চাইতে থাকে মেয়ের কাছে। ফলে বাধ্য হয়ে ফুলকি রোহিতের কাছে হাত পাতে। কিছু টাকা অ্যাডভান্স চায় সে। কিন্তু চাকরিতে সদ্য যোগ দেওয়া ফুলকিকে অ্যাডভান্স দিতে অস্বীকার করে রোহিত। এবার ফুলকি কীভাবে তার বাবার চাহিদা মেটাবে?
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial