কলকাতা: শুরু হয়েছে 'সান বাংলা'য় (Sun Bangla) নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল' (Biyer Phool)। এক বাড়ি, যার পুরুষ সদস্যরা সর্বদা মহিলাদের থেকে দূরে থাকেন। প্রত্যেকদিন সকালে বিশেষ শপথ নেন তাঁরা। প্রথম সপ্তাহ কাটিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প (Serial Update)?


'বিয়ের ফুল' ধারাবাহিকের গল্পে কোন মোড়?


ধারাবাহিকের অন্যতম মহিলা চরিত্র কলি বলেছে স্বর্ণর সঙ্গে ওর বিয়ে না হলে সে আত্মহত্যা করবে। অন্যদিকে দর্শনা কলির জামাইবাবুকে টাকা দিয়ে ঘুষ খাইয়ে আদেশ করেছে কলির বিয়ের পাকা করতে। কিন্তু পাড়ার অর্ধউন্মাদ ছেলে ঘনার সঙ্গে বিয়ে ঠিক করতে বলে সে। এই বিয়ে কলির অজান্তে ঠিক হয়ে যায় কাছেরই একটা মন্দিরে। কিন্তু ব্রহ্মচারী বাড়িতে এই অন্যায় অসম বিয়ে নিয়ে দাদু চিরকুমার সহ সবাই খুবই উত্তেজিত। এবার কী হবে কলির ভবিষ্যৎ?


সান বাংলার নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল'


নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল'-এ বলে পাঁচ ভাই ও তাদের দাদুর গল্প। পরিবারের বড় ভাই মারা গেছে যুবক বয়সেই। দাদুর আশীর্বাদ ও অধ্যক্ষের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। তাদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদুর (চিরকুমার ব্রহ্মচারী) সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করে বিয়ে না করার।


কিন্তু কেন এমন অদ্ভুত লক্ষ্য? নারীদের থেকে তাদের দূরে থাকার পিছনে একটি বড় কারণ হচ্ছে অতীতের এক দুর্ঘটনা। যেই দুর্ঘটনার কারণে দর্শনার একমাত্র লক্ষ্য হয় যে ব্রহ্মচারী পুত্রের কেউ যেন বিয়ে না করে তা নিশ্চিত করা। দর্শনা সর্বদা ব্রহ্মচারী পরিবারের ক্ষতি করার উপায় খুঁজে বের করে। বক্সিং চ্যাম্পিয়ন ইচ্ছে ছোট ভাই আর্য কুমারের প্রেমে পড়ে যায় ও কলি, স্বর্ণ কুমারের প্রেমে হাবুডুবু। তাদের এই ভালোবাসা তাদের কোথায় নিয়ে যাবে? তারা কি পারবে নিজেদের প্রেমকে বিয়ে করতে? 


আর্য কুমার ও স্বর্ণ কুমার কি পারিবারিক প্রতিশ্রুতি ভঙ্গ করবে? চিরো কুমার কি পরিবারে বিয়ের অনুমতি দেবেন? দর্শনার অশুভ পরিকল্পনা কোন রূপ নেবে? বিয়ে কি ব্রহ্মচারী পরিবারের জন্য অভিশাপ হয়ে থাকবে?


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা গেছে রাজা গোস্বামী ও নবনীতা দাসকে। অপর জুটিতে দেখা যায় সৌভিক বন্দ্যোপাধ্যায় ও একতা গঙ্গোপাধ্যায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনয় করছেন দুলাল লাহিড়ী, মনোজ ওঝা, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায়, সুদীপা বসু, রিমঝিম মিত্র, অরিজিৎ চৌধুরী প্রমুখ।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial