কলকাতা: 'কালার্স বাংলা'র (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'তুমি যে আমার মা' (Tumi Je Amar Maa)। কোন জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? কী কী ট্যুইস্ট (twist) আসতে চলেছে ধারাবাহিকে? জেনে নিন এক ঝলকে। 


'তুমি যে আমার মা' ধারাবাহিকে নয়া ট্যুইস্ট


অংশু ও বাবানের থেকে অনি জানতে পারে যে মেয়েটির সঙ্গে তাঁর প্রায় ঝামেলা হত, সে আসলে তাঁদের ঘনিষ্ট বন্ধু আরাধ্যা। এর মধ্যে, আরু জানতে পারে যে আরাধ্যার মা ও সাবস্ক্রাইবার আন্টি আসলে একই মানুষ। আরুর মনে চলতে থাকা দ্বন্দ্ব আরও গুরুতর হয়। যার ফলে প্রায় এক দশক পর সে তিয়াসকে মেল করে বসে। একটি ধাবায় মল্লার চিহ্নিত করে আরোহীর পরিবারের এক সদস্যকে। এবং যে মুহূর্তে সে ভাবে যে আরও খুঁটিয়ে তদন্ত করবে, ওমনি তাকে থামানোর জন্য আরাধ্যার সাহায্যে নাক গলায় গার্গী। অন্যদিকে, শালিনী আরুকে ডাকে এবং ফাঁস করে দেয় যে যেই রোগীর সে চিকিৎসা করছিল, সে আর কেউ নয়, আরাধ্যার মা তিয়াস বন্দ্যোপাধ্যায়।
 
এরপর তড়িঘড়ি বাড়ি ফিরে আসে আরু। এসে সুনয়নার হাতের লেখা পরীক্ষা করে সে। এবং তারপরেই চাঞ্চল্যকর এক উপলব্ধি হয় তাঁর যে আরাধ্যা, তিয়াস ও সাবস্ক্রাইবার আন্টি, তিনজনেই আসলে একজনই। এর থেকে সে বুঝতে পারে যে তিয়াস ওরফে সুনয়নাকে ঘিরে তৈরি হওয়া রহস্যের সমাধান হলেই ওঁর মাম্মামকে খুঁজে বের করা সম্ভব হবে। কিন্তু এর কিছুই টের পায় না সুনয়না এবং কোনও সুপ্ত উদ্দেশ্য ছাড়াই পৌঁছে যায় অনির বাড়িতে। কিন্তু আরাধ্যাকে দেখতে পেয়েই লুকিয়ে পড়ে। অথচ বড় আরু সুনয়নাকে রাস্তায় দেখতে পেয়ে তাঁর দিকে এগিয়ে যায়, গিয়ে বলে যে সে সবই জানে। এই কথা শুনে ভেঙে পড়ে তিয়াস। আরু সুনয়নাকে কথা দেয় সে তাকে তার হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই কারণে আরু ও বিট্টু সিদ্ধান্ত নেয় যে তাঁরা হ্যাপি সিংহ ও পপি সিংহের ছদ্মবেশে যাবে এবং মল্লারের বাড়িতে চ্যালেঞ্জ গ্রহণ করবে।


আরও পড়ুন: Ranveer Singh: 'ঝুমকা গিরা রে...', নাতির সঙ্গে নেচে মন জয় রণবীর সিংহের 'নানা'র


প্রসঙ্গত, জুন মাসের শুরুর দিকেই সাফল্যের সঙ্গে এক বছর পূর্ণ করেছে 'তুমি যে আমার মা'। কেক কেটে, আনন্দে, হুল্লোড়ে উদযাপিত হয় সেইদিন। চলে ফটোসেশনও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial