কলকাতা: দেখতে দেখতে ৫০০ পর্ব পার (500 Episodes Completed) করে ফেলল কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'তুমি যে আমার মা' (Tumii Je Amar Maa)। সেটেই কেক কেটে উদযাপন করা হল এই বিশেষ দিন।
৫০০ পর্ব পার 'তুমি যে আমার মা' ধারাবাহিকের
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'তুমি যে আমার মা' পূর্ণ করল ৫০০ পর্ব। গোটা টিম মেতে ওঠে উদযাপনে। খুব সুন্দর করে সেটেই তাঁরা পালন করেন এই বিশেষ মাইল ফলক। ২০২২ সালের ৬ জুন পথচলা শুরু করে এই ধারাবাহিক। এরপর ২০ অক্টোবর, ২০২৩ সালে তাদের ৫০০তম পর্ব সম্প্রচারিত হয়। এই গোটা উদযাপনে তাঁরা আয়োজন করেছিলেন এক সারপ্রাইজের। তাঁরা প্রত্যেকে কালার্স বাংলার পুজোর গান 'পুজো হোক পুজোর মতো'র সুরে পা মিলিয়েছিলেন।
কোন দিকে ঘুরছে গল্পের মোড়
'তুমি যে আমার মা' ধারাবাহিকে, আরোহী ওরফে আরু, এবার তাঁর মায়ের ভালবাসা পেতে চায়, কারণ তাঁর মডেলিং কেরিয়ার মায়ের থেকে তাঁকে আলাদা করে দিয়েছে। অনিরুদ্ধ আপাতত তাঁর দেখভালের দায়িত্বে। অন্যদিকে গ্রামের অপর এক মহিলা, যাঁর নামও আরোহী, তাঁর সঙ্গে গভীর বন্ধন তৈরি করে ফেলে আরু, যে ধীরে ধীরে তাঁর কাছে মায়ের মতো হয়ে ওঠে। কালের নিয়মে আরোহী ও অনিরুদ্ধর বিয়ে হয় এবং আরোহী পুরোপুরিই আরুর দায়িত্ব নিয়ে নেয়। কিন্তু গল্প নাটকীয় মোড় নেয় যখন আরুর আসল মা ফিরে আসে। সে ফিরে এসে স্ত্রী ও মা হিসেবে নিজের অধিকারের দাবি করে।
আরও পড়ুন: Dev-Rana Sarkar: 'বাঘাযতীনকে করমুক্ত করা হোক', দেবের সিনেমার জন্য সরকারের কাছে আর্জি রানা সরকারের
এখন গল্প যেখানে দাঁড়িয়ে সেখানে দেখা যাচ্ছে অবশেষে আরু তাঁর বাবা, অনিরুদ্ধর বিরুদ্ধে মুখ খোলে। কারণ অনিরুদ্ধ আরোহীর বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ আনে যখন মল্লার পুজোয় নতুন জামা ও গয়না নিয়ে আসে তাঁর জন্য। অনিরুদ্ধর সন্দেহ হয় যে আরোহী মল্লারকে ভালবাসে কারণ তাঁদের দশ বছরের দীর্ঘ সম্পর্ক ছিল। আরোহীর সম্পর্কে অনিরুদ্ধের এই সন্দেহের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয় আরু। তারপর?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন