কলকাতা: 'কালার্স বাংলা'র (Colors Bangla) অপর জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)। একের পর এক ট্যুইস্টের (twist) দেখা মিলবে এই গোটা সপ্তাহজুড়ে। তারই ঝলক রইল এখানে। গল্প কোনদিকে মোড় নিতে চলেছে, জেনে নিন।


'টুম্পা অটোওয়ালি'র গল্পে নয়া মোড়


এই সপ্তাহে, পম্পার ষড়যন্ত্রের অংশ হিসেবে, আবির ও টুম্পার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এক সমাজসেবা মূলক অনুষ্ঠান চলাকালীন পম্পা প্ল্যান করে টুম্পাকে অপমান করার। সেখানে টুম্পাকে টাকা দিয়ে প্রকাশ্যে আনে কারণ টুম্পা একজন 'সিঙ্গল' মা। এই অনুষ্ঠানের কভারেজ করতে হাজির থাকে মিডিয়া, এবং সেই সময়, সকলের সামনে টুম্পাকে প্রবলভাবে অপমান করে পম্পা। পরিস্থিতি আরও খারাপ করে তোলার জন্য, পম্পা মিডিয়ার কাছে ভিডিও শেয়ার করার আগে সেখানেও বদল ঘটায়। যার ফলে নেতিবাচক চরিত্র হিসেবে টুম্পাকে পোর্ট্রে করা হয় এবং ভিডিও দেখে মনে হয় যে টুম্পাই যেন পম্পাকে অপমান করেছে। তারপর? এরপরের গল্প জানতে দেখতে হবে 'টুম্পা অটোওয়ালি', প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত। 


এক ঝলকে 'টুম্পা অটোওয়ালি'র গল্প


বর্তমান দিনের কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মহিলা অটোচালকের ভূমিকায় টুম্পা। অটোচালক থেকে সুনিপুণ গৃহকর্ত্রী থেকে সফল ব্যবসায়ী হয়ে ওঠার ক্ষেত্রে টুম্পার যে সফর, সেই গল্পই বলে এই ধারাবাহিক। 


ডোনা ভৌমিক অভিনীত টুম্পার জীবনের ঝলক মেলে এই ধারাবাহিকে। যে জীবিকা নির্বাহের জন্য অটো চালায় কিন্তু সেই সঙ্গে নিজের পড়াশোনার প্রতিও একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ। পড়াশোনাও সমানতালে চালিয়ে যায় সে। তার অটোকে মানুষ হিসেবেই দেখে টুম্পা, যার নাম রেখেছে 'জান'। অন্যদিকে গল্পের অপর মুখ্য চরিত্র আবির। অভিনয়ে সায়ন বসু। সে এক সফল অ্যাপ-ক্যাব সংস্থার মালিক। তবে স্বভাবের দিক থেকে বেশ অহঙ্কারী সে। 


আরও পড়ুন: Ranveer Singh: 'ঝুমকা গিরা রে...', নাতির সঙ্গে নেচে মন জয় রণবীর সিংহের 'নানা'র


তাঁদের স্বভাব চরিত্র একেবারে ভিন্ন মেরুর হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে টুম্পা ও আবিরের বিয়ে হয় একে অপরের সঙ্গে। নিজেদের শ্রেণি বিভাজন ভুলে একসঙ্গে থাকা এবং নতুন জীবনের পথে এগিয়ে চলাই এই ধারাবাহিকের গল্প। তাঁদের এই অসম জুটি বেশ পছন্দ করেন দর্শক। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial