কলকাতা: এই ছবি মুক্তি পাওয়া থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মে আসা, তামাম ভারত যেন আবেগে ভেসেছে, অনুপ্রেরণা নিয়েছেন এই ছবি থেকে। তবে অস্কারের দৌড় থেকে ছিটকে গেল দেশের জনপ্রিয় এই ছবি। পেল না মনোনয়নই! গতবছরও মৌলিক গানের হাত ধরে অস্কার এসেছিল ভারতে। তৈরি হয়েছিল ইতিহাস। এই বছরও ভারতের বাজি ছিল বিধু বিনোদ চোপড়ার ছবি 'টুয়েলভ্থ ফেল' (Twelfth Fail) বা দক্ষিণী ছবি '২০১৮'। তবে অস্কারের মনোনয়ন প্রকাশ্যে আসার পরেই কার্যত আশা নিভে গেল দেশের। অস্কারের মনোনয়ন আসার পরে দেখা গেল, মনোনয়নই পেল না 'টুয়েলভ্থ ফেল' এবং দক্ষিণী ছবি '২০১৮'।
বদলে কোন কোন সিনেমা থাকবে এবারের অস্কারের দৌড়ে? তালিকায় প্রকাশ্যে আসার পরে দেখা গেল, অস্কারের তালিকায় জায়গা করে ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) 'ওপেনহাইমার' (Oppenheimer)। রয়েছে গ্রেটা গারউইগের 'বার্বি'-ও (Barbie)। তবে ভারত নির্ভর একটি ছবি মনোনয়ন পেয়েছে অস্কারে। ‘টু কিল এ টাইগার’ (Kill to a Tiger) তথ্যচিত্রটি ৯৬তম অস্কারে সেরা ডক্যুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়েছে। এর আগে, ভারত থেকেই অস্কার জিতেছিল 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' (The Elephant Whisperers)। সেও এই তথ্যচিত্র বিভাগেই। এই বছর সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হওয়া অন্যান্য ছবিগুলি হল সেরা ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট, দ্য ইটারনাল মেমোরি, ফোর ডটারস এবং ২০ ডেস ইন মারিউপোল, ইত্যাদি।
তবে এই বছরে অস্কারের তালিকায় থাকা অন্যতম দুই চর্চিত ছবি হল 'ওপেনহাইমার' ও 'বার্বি'। এই দুটি ছবি মুক্তি পেয়েছিল কার্যত একই সময়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি নিয়ে চর্চা তো ছিলই, বক্সঅফিসেও এই ছবিগুলির ব্যবসা ছিল উল্লেখযোগ্য। রেকর্ড পরিমাণ আয় করেছিল এই দুই ছবি। আর সেই সময়ে, এই দুই ছবির ট্রেন্ডে গা ভাসাননি এমন সিনেপ্রেমী মেলা ভার। আর তাই, অস্কারের মঞ্চে এই দুই ছবি যাওয়া নিয়েও বিশেষ প্রত্যাশা রয়েছে অনুরাগীদের।
এবার মনোনীত হওয়া ‘টু কিল এ টাইগার’ পরিচালনা দিল্লির নিশা পাহুজা। বর্তমানে টোরন্টোতে থাকেন তিনি। ভারত নির্ভর ছবি বলেই, এই তথ্যচিত্রটি নিয়ে প্রত্যাশা রয়েছে। এর আগে, অর্থাৎ ২০২৩ সালে দুটি অস্কার এসেছিল ভারতে। 'আর আর আর' (RRR) ছবির গান 'নাটু নাটু' ও 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' নিয়ে এসেছিল অস্কার।
আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।