রাজেশ খান্না ছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার। ‘আনন্দ’, ‘অমর প্রেম’, ‘কাটি পতঙ্গ’, ‘আরাধনা’-র মত একের পর এক সুপার ডুপার হিট ছবি দিয়েছেন তিনি। কিছুদিনের অসুস্থতার পর ২০১২-র ১৮ জুলাই তাঁর মৃত্যু হয়। প্রয়াত রাজেশের ৭৪তম জন্মদিনে মেয়ে টুইঙ্কলের চিঠি!
ABP Ananda, Web Desk | 29 Dec 2016 12:53 PM (IST)
মুম্বই: আজ টুইঙ্কল খান্নার জন্মদিন। বাবা রাজেশ খান্নারও। মেয়ে পড়লেন ৪৩-এ, বাবা, যদি বেঁচে থাকতেন, ৭৪-এ। এই মুহূর্তে স্বামী অক্ষয় কুমারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ছুটি কাটাচ্ছেন টুইঙ্কল। মৃত বাবার উদ্দেশে ইনস্টাগ্রামে একটি ছোট্ট চিঠি পোস্ট করেছেন তিনি।