মুম্বই: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় শো কফি উইথ কর্ণ-এ অক্ষয় কুমার-টুইঙ্কল খন্নার বিস্ফোরক পর্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগেই বহু আলোচনা হয়ে গিয়েছে। রবিবার সেই শো সম্প্রচারও হয়ে যায়। সেখানেই অক্ষয়ের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় মিসেস ফানি বোনস নামে পরিচিত টুইঙ্কল ফাঁস করেছেন বহু গোপন কথা।
টুইঙ্কল যেমন জানিয়েছেন, তাঁর অক্ষয়কে বিয়ে করার কোনও পরিকল্পনাই ছিল না। টুইঙ্কল প্রথমে ভেবে ছিলেন ডেটে যাবেন, একটু একান্তে সময় কাটিয়ে বেরিয়ে যাবেন এই সম্পর্ক থেকে। এমনকি তাঁর এবং অক্ষয়ের মধ্যে চুক্তি হয়েছিল যদি টুইঙ্কলের কোনও ছবি সেসময় হিট হয়, তাহলে তিনি তখন বিয়ে করবেন না। কিন্তু সেসময় মুক্তি পাওয়া 'মেলা' ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে, নিজের সিদ্ধান্ত বদলান টুইঙ্কল।
টুইঙ্কল যখন রাজি হলেন তখন এই বিয়েতে আপত্তি তোলেন অভিনেত্রীর মা ডিম্পল কাপাডিয়া। ডিম্পলকে তাঁর কোনও এক সাংবাদিক বন্ধু খবর দিয়ে ছিলেন অক্ষয় সমকামী। টুইঙ্কলের দাবি, এখবর শুনে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যদিও পরে খবরটি অসত্য তাঁরা বুঝতে পারেন।
প্রথমে বিয়েতে আপত্তি থাকায় ডিম্পল টুইঙ্কল এবং অক্ষয়কে বলেন আগে একবছর একসঙ্গে লিভ ইন করতে। তারপর সম্পর্ক এগোলে, বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। সেসময় সেভাবেই এগিয়ে ছিলেন অক্ষয়-টুইঙ্কল। আজ তাঁরা ১৫ বছরের সফল বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন।
কফি উইথ কর্ণ-এ টুইঙ্কল ফাঁস করলেন বহু গোপন কথা, ডিম্পলের প্রথমে ধারণা ছিল অক্ষয় সমকামী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2016 11:50 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -