নয়াদিল্লি: হিন্দি ভাষা নিয়ে বিতর্কে (National Language Row) উত্তাল দেশ ও তারকা মহল। আর এই পরিস্থিতির মাঝেই মুক্তি পেল আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত 'অনেক' (Anek) ছবির ট্রেলার। তাতেই বিতর্কের আগুনে যেন ঘি পড়ল।


'অনেক' ট্রেলার নেটিজেনদের প্রতিক্রিয়া


ট্রেলারের শেষের দিকের একটি নির্দিষ্ট দৃশ্য ভাইরাল হয়েছে বিপুল পরিমাণে। সেই দৃশ্যে খুব সহজ অথচ খুব দৃঢ় কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অভিনেতা। কী সেই প্রশ্ন? অভিনেতাকে যা বলতে শোনা যায় তার বাংলা করলে দাঁড়ায়, 'উত্তর ভারতীয় নয়, দক্ষিণ ভারতীয় নয়, পূর্ব ভারতীয় নয়, পশ্চিম ভারতীয় নয়। কেবলমাত্র ভারতীয় কী করে হয় মানুষ?' আর আজকের ভারতে দাঁড়িয়ে এই প্রশ্ন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক বলে মনে করছে নেটমহল। 


আর পর্দায় আয়ুষ্মান খুরানার এই প্রশ্ন অধিকাংশ নেটিজেনের মনেই নাড়া দিয়েছে। বিশেষত সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কিচ্চা সুদীপ ও অজয় দেবগণের ট্যুইটার-তর্কের পর। যেখানে কেবল কার ভাষা কী এবং কোন ভাষা রাষ্ট্রীয় ভাষা, এই নিয়ে তর্ক বেঁধেছিল দুই তারকার মধ্যে।


'অনেক' ছবির মূল বিষয়


'অনেক' ছবিটি উত্তর-পূর্ব ভারতের (North-East India) বিদ্রোহ এবং রাজনৈতিক অস্থিরতাকে তুলে ধরবে। দেশের ভেতরেই যে বর্ণবৈষম্য এবং ভাষাগত রাজনীতির শিকার হন মানুষ, সেই বিষয়গুলিও তুলে ধরবে এই ছবি।


 






এই ছবি দেখাবে কীভাবে একটি নির্দিষ্ট ভাষা একজন নাগরিকের 'ভারতীয়' (Indian) হয়ে ওঠার মাপকাঠি হতে পারে। আয়ুষ্মান এই ক্ষেত্রে হিন্দির উদাহরণ উদ্ধৃত করেছেন এবং প্রশ্ন তুলছেন যে একটি ভাষা কীভাবে সংজ্ঞায়িত করতে পারে কে একজন ভারতীয় এবং কে নয়।


আরও পড়ুন: KGF 2 Collection: ফের রেকর্ড! বিশ্বে ১১০০ কোটির গণ্ডি পার করল 'কেজিএফ: চ্যাপ্টার ২'


অনুভব সিন্হা যিনি তাঁর চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক বিভিন্ন বিষয়কে তুলে ধরার জন্য পরিচিত, তিনি আবারও তাঁর পরবর্তী ছবি নিয়ে ভাবিয়ে তুলেছেন দেশবাসীকে।