Disha Patani: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ থাকা ২ ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশি এনকান্টারে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটেছে এই এনকাউন্টার। মৃত ২ ব্যক্তির বিরুদ্ধে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়ির সামনে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ ছিল। পুলিশ সূত্রে খবর, এই ২ ব্যক্তিই একটি কুখ্যাত আন্তর্জাতিক অপরাধ দলের সঙ্গে যুক্ত ছিল। 

গত ১২ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের বরেলিতে দিশা পাটানির পৈতৃক বাড়ির সামনে চলেছিল গুলি। বরেলির সিভিল লাইন্স এলাকায় রয়েছে দিশা পাটানির পৈতৃক বাড়ি। পুলিশ জানিয়েছিল, ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ সেদিন গুলি চলেছিল। ভোররাতে এমন ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় এলাকায়। চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। দিশা পাটানির এই বাড়িতে থাকেন তাঁর বাবা, মা এবং বড় দিদি খুশবু পাটানি। দিশার বাবা জগদীশ সিং পাটানি, পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারইনটেনডেন্ট। 

আজ যৌথ ভাবে অভিযান চালিয়েছে উত্তর প্রদেশ স্পেশ্যাল টাস্ক ফোর্সের নয়ডা ইউনিট এবং দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট। গাজিয়াবাদে এই অভিযান চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন ওই ২ ব্যক্তি তাদের উপর গুলি চালিয়েছিল। পাল্টা জবাব দেওয়া হয়। দু'পক্ষের গুলির লড়াইয়ে গুরুতর জখম হয় ২ অভিযুক্ত। তাদের থেকে অস্ত্র কেড়ে নেওয়া হয় এবং পুলিশি তত্ত্ববধানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, এই দুই অভিযুক্তের একজনের নাম রবীন্দ্র, যে রোহতকের বাসিন্দা। অন্যজনের নাম অরুণ, যে সোনিপতের বাসিন্দা। ওই দুই অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইয়ের পর ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

দিল্লি পুলিশ, উত্তর প্রদেশ পুলিশ এবং হরিয়ানা পুলিশের এই অভিযানে স্পেশ্যাল সেল- এর এক অফিসার আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হরিয়ানা এসটিএফ- এর তরফে জানানো হয়েছে যে ২ অভিযুক্তের মৃত্যু হয়েছে গুলিতে। বরেলিতে দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় সরাসরি যোগ ছিল এই দু'জনের, এমনটাও জানিয়েছে পুলিশ। এর পাশাপাশি পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে মৃত রবীন্দ্র নামে এর আগেও একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন ধারায় মামলাও রুজু হয়েছিল। 

বরেলিতে দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালানোর দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি ব্রারের গ্যাং। 'প্রেমানন্দজি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য সম্পর্কে দিশার বোন খুশবু পাটনির মন্তব্যের প্রতিশোধ', সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করে গোল্ডি ব্রার গ্যাং। 'সাধু বা ধর্মের বিরুদ্ধে মন্তব্য করলে একইরকম পরিণতি', এমন হুমকিও দেওয়া হয় গোল্ডি ব্রার গ্যাং-এর পোস্টে। 

সূত্র- পিটিআই