কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও থেকেই এই বিতর্কের শুরু। এরপরে সঙ্গীতশিল্পী মুখ খুললেও, সেই বিতর্ক থামেনি, বরং বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক বিতর্কিত ভিডিও। আর সেই নতুন ভিডিও নিয়েও প্রশ্নের মুখে সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ (Udit Narayan)। বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পীর সদ্যই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক অনুরাগীকে ঠোঁটে চুম্বন করছেন সঙ্গীতশিল্পী। সেই থেকেই শুরু বিতর্ক। তবে এই প্রথম নয়, এর আগেও চুম্বন বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে গান গাইছেন অলকা ইয়াগনিক (Alka Yagnik)। মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণও। হঠাৎ অলকার গালে চুম্বন করেন উদিত। খানিকটা অপ্রস্তুত হয়েই সরে যান অলকা। তবে তাঁর মুখে স্পষ্ট বিরক্তি। অন্যদিকে ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও, সেটি শ্রেয়া ঘোষালের সঙ্গে। এই ভিডিওতে শ্রেয়াকে মঞ্চে পুরস্কার দিতে ওঠেন মালাইকা অরোরা ও উদিত নারায়ণ। কিন্তু পুরস্কার নেওয়ার আগে, মঞ্চেই শ্রেয়াকে চুম্বন করেন উদিত। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন গায়িকা। তবে খানিকটা হেসেই সামাল দেন পরিস্থিতি। উদিতের এই সমস্ত বিতর্কিত চুম্বনগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে, কখনোই পাশের মানুষের সম্মতি নেননি উদিত।
অন্যদিকে, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উদিত নারায়ণ বলেছেন, 'অনুরাগীরাই আমাদের জন্য পাগল হয়ে যায়। আমরা এরকম নই আসলে। আমরা যথেষ্ট ভদ্র। কিছু কিছু মানুষ শো-এর মাঝখানে এই ধরণের ব্যবহার খুব পছন্দ করে। তাঁরা চায়, এরকম কিছু একটা ঘটুক। ভিড়ের মধ্যে অনেক রকমের মানুষ থাকেন। আমাদের নিরাপত্তারক্ষীরাও থাকেন ভিড়ের মধ্যে। কিন্তু অনুরাগীরা মনে করেন, তাঁরা একবারই আমাদের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন। কেউ কেউ করমর্দনের জন্য হাত এগিয়ে দেন। কেউ কেউ হাতে চুম্বন করেন। এই সমস্তই পাগলামি। এই বিষয়টাকে এত বড় করে দেখার কোনও অর্থই হয় না।'
উদিত নারায়ণ আরও বলেন, 'আমার পরিবারের এমন একটা ইমেজ রয়েছে সবার সামনে, যেমনটা সবাই চায়। আমার ছেলে আদিত্য চুপচাপ, ও কোনও ঝামেলায় জড়ায় না। অন্তত অনেকেই তেমনটা মনে করেন। আমি মঞ্চে গান গাইলে অনুরাগীরা পাগল হয়ে যায়। আমার মনে হয়, ওরা একটু খুশি হচ্ছে, হোক। আমায় অনুরাগীদের খুশি করতে হয়, নাহলে আমরা এরকম মানুষই নয়।- বলিউডে ৪৬ বছর কাটিয়ে ফেললাম। জোর করে কোনও অনুরাগীকে চুম্বন করেছি, এই অভিযোগ তো আমার বিরুদ্ধে নেই। আমার পরিবার মঞ্চের পাশে থাকে সবসময়। তাঁরা আমার ইমেজ নিয়ে গর্ব করে। আমি সবসময় আমার অনুরাগীদের কাছে হাত জোর করে নতমস্তক হই। মনে হয়, আজ সামনে এত অনুরাগী, এই দিন পরে আবার দেখতে পাব কি না পাব।