কলকাতা: তিনি আক্ষরিক অর্থেই 'লক্ষ্মী ছেলে'। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি লক্ষ্মী লাভ করেছে। কিন্তু এই নায়কের যেন বেশি আকর্ষণ পড়াশোনাতেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ব সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। উত্তীর্ণও হয়েছেন খুব ভালো ফল করে। আর তাই, শংসাপত্র নিতে বাবা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও মা চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)-র সঙ্গে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)।                                                                           


সোশ্যাল মিডিয়ায় উজান যে ছবি শেয়ার করে নিয়েছেন সেখানে তাঁকে দেখা যাচ্ছে স্নাতকের পোশাকে। গায়ে কালো কোট, মাথায় টুপি, সোশ্যাল মিডিয়ায় ঝলমলে ছবি শেয়ার করে নিয়েছেন উজান। সেই ছবিতে দেখা গেল কৌশিক ও চূর্ণীকেও। ছেলের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। তবে এই অনুষ্ঠান ছিল পুজোর আগে, উজান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর শংসাপত্র পেয়েছেন তিনি।                                                                                                                                     


একবার এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, অভিনয়ের চেয়ে বেশি চিত্রনাট্য লেখায় ঝোঁক রয়েছে উজানের। ইতিমধ্যেই তিনি বেশ কিছু ছবির চিত্রনাট্যও লিখে ফেলেছেন। উজান বলেছিলেন, তিনি আপাতত অভিনয়েই মন দিতে চান। পাশাপাশি চালিয়ে যেতে চান লেখাও। তবে সঙ্গে সঙ্গে বাবার মতো পরিচালনার কথাও ভাববেন তিনি।