কলকাতা: ছোটবেলা থেকেই মা-বাবা পুজোর সময় বেরতে পারতেন না । তা নিয়ে অবশ্য কোনও অভিযোগ ছিল না 'লক্ষ্মীছেলে'-র । তিনি একাই বেরোতেন, স্কুল, কলেজ, পাড়ার বন্ধুদের সঙ্গে, আর ফেরার সময় বাবা-মায়ের জন্য খাবার নিয়ে ফিরতেন । কখনও বাবা-মায়ের ওপর রাগ হয়নি, অভিযোগও ছিল না । তিনি বুঝতেন, বাবা-মা তারকা, আর তাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো সম্ভব নয় তাঁদের পক্ষে । বরং তাঁর খারাপ লাগত, কলেজ জীবনের মতো বাবা-মা চাইলেও বেরতে পারেন না । 


পর্দায় তিনি এখন 'লক্ষ্মী-ছেলে' । কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় প্রথমবার কাজ করলেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly) । বাবা-ছেলের এই জুটির ম্যাজিক মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের । টিম 'লক্ষ্মীছেলে' যখন লক্ষ্মী আরাধনায় ব্যস্ত, তার ফাঁকেই শহর সেজে উঠছে দুর্গাপুজোর সাজে । পুজোর সময় কেমন করে সময় কাটবে উজানের ?


পর্দার 'লক্ষ্মীছেলে' বলছেন, 'আমার ছোটবেলা কেটেছে গড়িয়ায়, পাড়ার পুজোয় । প্যান্ডেলে ঠাকুর দেখার সঙ্গী বলতে পাড়ার বন্ধু, বান্ধবীরা । তারপর যখন বড় হলাম কলেজের বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম । দু-একবার মা-বাবার সঙ্গে বেরিয়েছিলাম, কিন্তু সে অভিজ্ঞতা ভালো নয় । ছোট থেকেই আমি বুঝতাম, মা-বাবার কাজের ধরনটা আলাদা । বলা ভালো তাঁরাই আমায় বুঝিয়ে দিয়েছিলেন । তাই অন্য বন্ধুদের বাবা-মায়ের সঙ্গে ঘুরতে দেখলেও আফশোস হত না । বরং আমার খারাপ লাগত বাবা-মায়ের জন্য । কলেজে পড়তে নিশ্চয়ই দুজনে একসঙ্গে অনেক পুজো কাটিয়েছেন । সেই গল্পও আমি শুনেছি । এখন আর সেটা সম্ভব হয় না । ওঁরা এখন বাড়িতে বসেই সময় কাটান, হয়তো বাড়িতে বন্ধুদের ডেকে গল্প-আড্ডার আসর বসে । সকালের দিকটা আমিও সঙ্গ দিই । বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোই । তারপর রাত্রিবেলা বাবা-মায়ের পছন্দের খাবার নিয়ে বাড়ি । অন্তত মায়ের জন্য চুরমুর...'


আরও পড়ুন: Kaushik Ganguly Exclusive: 'উজান সুযোগ দিলে ওর লেখা চিত্রনাট্যে কাজ করতে চাই'


'রসগোল্লা'.. 'লক্ষ্মীছেলে'... তারকা সন্তান এখন নিজেই তারকা । রাস্তায় দাঁড়িয়ে ফুচকা কেনা বা মন্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা কি আর তাঁর পক্ষেও সম্ভব ? লাজুক হেসে অভিনেতা বললেন, 'এটা আমি নিজে কী বলব! কিন্তু আমি ঠিক দই ফুচকা বা চুরমুর কিনে নেব। ওটা থেকে কেউ আটকাতে পারবে না ।'


পুজোর সময় ছোটবেলার কোনও ঘটনা মনে পড়ে উজানের ? অভিনেতা বলছেন, 'আমি তখন ক্লাস ১০, গোটা পুজো বাবা মায়ের সঙ্গে ম্যারাথন করে সিনেমা দেখেছিলাম । আর হ্যাঁ, একবার বাড়ি থেকে না বলে বেরিয়ে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে.. খুব বকুনিও খেয়েছিলাম ।'