মুম্বই: নিজেকে ফাওয়াদ খানের ভক্ত উল্লেখ করে বলিউড অভিনেতা রণবীর কপূর জানালেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি মুক্তির সময়ে এই পাকিস্তানি অভিনেতাকে অহেতুক বিতর্কে জড়ানো হয়েছিল।


এমনিতেই পাকিস্তানে বিপুল জনপ্রিয় ফাওয়াদ খান। ‘খুবসুরত’ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশের পর থেকেই তিনি এদেশেও হার্টথ্রব হয়ে ওঠেন। কিন্তু, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি মুক্তির সময়ে দেশজুড়ে পাক শিল্পীদের বিরুদ্ধে ওঠা ভারত-ছাড়ার দাবি ওঠায় পাকিস্তানে ফিরে যান ফাওয়াদ।


এদিন রণবীর কপূর বলেন, আমি ফাওয়াদের বিশাল ভক্ত। ও ভীষণই দক্ষ অভিনেতা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ওর অভিনয় দারুণ প্রভাব ফেলেছিল। ছোট পাঠ হলেও, তাতেই রাজি হয়ে ফাওয়াদ। তার মধ্যেও অভিনয়-দক্ষতা দিয়ে ছাপ ফেলেছিল ফাওয়াদ।


রণবীর যোগ করেন, এটা দুর্ভাগ্যের যে, ফাওয়াদকে রাজনৈতিক পরিস্থিতির খেসারত দিতে হল। তবে, আজও ও আমার বন্ধু। ওর সঙ্গে যোগাযোগ রয়েছে। ভবিষ্যতেও ওর সঙ্গে ছবি করতে চাই। রণবীর এ-ও জানান, শুধু তিনি নন, তাঁর বাবা-মা পাক অভিনেতার বড় ভক্ত।