মুম্বই: নতুন কোচের নাম ঘোষণার আগে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনা করা হবে। এদিন সন্ধেতেই বোর্ড নয়া কোচের নাম ঘোষণা করতে পারে বলে যে জল্পনা চলছে তারই মধ্যে এই মন্তব্য করলেন ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি)-র সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভের মন্তব্য থেকে ইঙ্গিত, কোহলির সঙ্গে সিএসি-র আলোচনার আগে নয়া কোচের নাম ঘোষণা করা হবে না।
আগামী ১৭ জুলাইয়ের আগেই কোহলি দেশে ফিরবেন বলে মনে করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর বর্তমানে ছুটিতে রয়েছেন কোহলি।
উল্লেখ্য, গতকালই সচিন তেন্ডুলকর, সৌরভ ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত সিএসি নয়া কোচ নিয়োগের জন্য রবি শাস্ত্রী, বীরেন্দ্র সহবাগ ও টম মুডি সহ পাঁচ আবেদনকারীর ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউর পর সৌরভদের কমিটি কোচের নাম ঘোষণা স্থগিত রাখে। সৌরভ জানিয়েছিলেন, সিএসি-র আরও কিছুটা সময় দরকার।একইসঙ্গে বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে এ ব্যাপারে কমিটি অধিনায়ক কোহলির সঙ্গে কথা বলবে।
এরইমধ্যে এদিন খবর প্রকাশিত হয় যে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি (সিওএ) বোর্ডকে এদিনের সন্ধের মধ্যেই কোচের নাম ঘোষণা করতে বোর্ডকে নির্দেশ দিয়েছেন।
এই খবরের পরিপ্রেক্ষিতে প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, আমরা বিনোদ রাইয়ের সঙ্গে কথা বলব। তিনি খুবই শ্রদ্ধেয় ব্যক্তি।
সৌরভ আরও বলেছেন, আজ বিকেলেই আমার দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল হয়েছে। আমরা তাঁর (বিনোদ রাই) সঙ্গে কথা বলব। কারণ, গতকাল যে ঘোষণা হয়েছিল তা সংশ্লিষ্ট সকলের অনুমতি নিয়েই করা হয়েছিল।
এদিন মুম্বইতে একটি প্রোমোশনাল ইভেন্টের ফাঁকে সৌরভ বলেছেন, বিনোদ রাই নির্দেশ দিতেই পারেন। বিরাট ছুটিতে রয়েছেন। তাই আমরা সিদ্ধান্ত স্থগিত রাখি। কারণ, ছুটির সময় কাউকে বিরক্ত করা ঠিক নয়। যদি সম্ভব হয় তাহলে বিরাটের সঙ্গে ফোনে কথা হবে।
সৌরভ বলেছেন, খুব শীঘ্রই কোচের নাম ঘোষণা করা হবে।
সৌরভ এদিন আরও বলেছেন, বিরাটের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা করি। কারণ, শেষপর্যন্ত তো দলের নেতৃত্ব দেবেন তো বিরাটই। তাঁর সঙ্গে আলোচনা হবে। একইসঙ্গে সৌরভ জানিয়েছেন, বিরাটের সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু কোচ নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে শেষ কথা বলবেন না বিরাট, তিনি তা করতেও চান না।
গতকাল সাংবাদিক বৈঠকে সৌরভ বলেছিলেন যে, কোচ কীভাবে কাজ করে, তা বিরাটকে বুঝতে হবে।
প্রাক্তন কোচ অনিল কুম্বলের সঙ্গে কোহলির মতবিরোধের পরিপ্রেক্ষিতেই সৌরভ ওই বার্তা দিয়েছিলেন বলে মনে করা হচ্ছিল। তাঁর এই মন্তব্য কোহলির প্রতি কোনও বার্তা ছিল কিনা, এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, এটা কোনও বার্তাই নয়। এটা কোহলিকে সিদ্ধান্ত গ্রহণে সামিল করতেই এই মন্তব্য। বিরাটের প্রতি কমিটির সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে।
কোচের নাম ঘোষণার আগে কোহলির আলোচনা হবে, ফের বললেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2017 04:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -