নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT Platform) জন্য তামাক-বিরোধী নোটিসের (anti-tobacco notices) ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্মগুলিতেও 'অ্যান্টি-টোব্যাকো ওয়ার্নিং মেসেজ' অর্থাৎ তামাক-বিরোধী সচেতনতা বার্তা (anti-tobacco warning messages) দিতে হবে। এর অন্যথা হলে ভারী জরিমানা হতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
'ওটিটি প্ল্যাটফর্ম'-এও রাখতে হবে তামাক-বিরোধী সচেতনতা বার্তা
আজ বিশ্ব তামাক বিরোধী দিবসে বিশেষ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ওটিটিতেও 'তামাক বিরোধী সচেতনতা বার্তা' ব্যবহার বাধ্যতামূলক। নয়তো স্বাস্থ্য মন্ত্রক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এই নির্দেশ মানা না হলে পেনাল্টি দিতে হবে অনলাইন কন্টেন্ট পাবলিশারকে।
সংবাদ সংস্থা এএনআইয়ের করা ট্যুইট অনুযায়ী, 'কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ওটিটি প্ল্যাটফর্মগুলিতে তামাক-বিরোধী সতর্কতা বার্তার জন্য নতুন নিয়ম জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ওটিটি প্ল্যাটফর্মগুলি তামাক-বিরোধী সচেতনতা বার্তা বহন করতে বাধ্য৷ অনলাইন বিষয়বস্তুর প্রকাশক নতুন নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক কঠোর ব্যবস্থা নেবে, জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।'
ওটিটি প্ল্যাটফর্মে তামাক-বিরোধী সচেতনতা বার্তা দেওয়ার নির্দেশিকা জারির মাধ্যমে বিশ্বে এই কাজে প্রথম স্থান অধিকার করল ভারত। আগামী তিন মাসের মধ্যে এক্ষেত্রে যে নিয়মগুলি জারি হবে, তা হল 'সিগারেটস অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্টস (প্রোহিবিশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রেগুলেশন অফ ট্রেড অ্যান্ড কমার্স, প্রোডাকশন) অ্যামেন্ডমেন্ট রুলস ২০২৩'। সম্প্রতি ঘোষিত এই নিয়মে বলা হয়েছে যে তামাকজাত দ্রব্য বা তাদের ব্যবহার বৈশিষ্ট্যযুক্ত তামাক-বিরোধী স্বাস্থ্য বিজ্ঞাপন দেখানো যাবে প্রতিটি অনুষ্ঠানের শুরুতে এবং মাঝখানে ন্যূনতম ৩০ সেকেন্ডের জন্য।
আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, 'অনলাইন কিউরেটেড কন্টেন্ট' বলতে বোঝাচ্ছে অডিও-ভিস্যুয়াল কন্টেন্টের যে কোনও কিউরেটেড সংগ্রহ যা অনলাইন কিউরেটেড কন্টেন্টের কোনও প্রকাশকের মালিকানাধীন, লাইসেন্সপ্রাপ্ত বা চুক্তিবদ্ধ এবং ইন্টারনেটে চাহিদা অনুযায়ী উপলব্ধ করা হয়। সিনেমা, অডিও-ভিস্যুয়াল প্রোগ্রামিং, তথ্যচিত্র, টিভি শো, সিরিয়াল, সিরিজ, পডকাস্ট ও অন্যান্য এক ধরনের কনটেন্ট এর মধ্যে পড়ে।