মুম্বই: অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে তোলা অভিনেত্রী পায়েল ঘোষের ধর্ষণের অভিযোগ সমর্থন করে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়াল জানালেন, মুম্বই পুলিশ অভিযুক্ত বলিউডের পরিচালককে গ্রেফতার না করলে তাঁর দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আঠওয়াল) বিক্ষোভ দেখাবে। মুম্বইয়ে অভিনেত্রীর সঙ্গে তিনি জয়েন্ট পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাল নানগারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, তিনি অভিনেত্রীর সুরক্ষা চেয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে চিঠি লিখবেন, আরও বলেন, অভিনেত্রীর দুর্ভাগ্যজনক কিছু হলে সেজন্য দায়ী থাকবে মুম্বই পুলিশই।
রাজ্যসভা এমপি আঠওয়াল আরও জানান, তিনি এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দেবেন, তাঁর দলও পায়েল ঘোষকে নিরাপত্তা দেবে বলে জানান। পুলিশকর্তার সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, আমি মহিলাদের ওপর নির্যাতনের ক্ষেত্রে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে ধরেছে দেখেছি। কিন্তু কাশ্যপকে এখনও গ্রেফতার করা হয়নি। সাতদিনের মধ্যে তাঁকে গ্রেফতার করা না হলে আরপিআই(এ) বিক্ষোভ দেখাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত, কাশ্যপের বিরুদ্ধে গত সপ্তাহে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন পায়েল। যদিও যাবতীয় অভিযোগ খারিজ করেছেন কাশ্যপ।
পায়েল ঘোষের সুরক্ষা চেয়ে মুম্বই পুলিশের কাছে কেন্দ্রীয় মন্ত্রী, ৭ দিনে ধর্ষণে অভিযুক্ত কাশ্যপের গ্রেফতারি দাবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2020 09:50 PM (IST)
রাজ্যসভা এমপি আঠওয়াল আরও জানান, তিনি এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি দেবেন, তাঁর দলও পায়েল ঘোষকে নিরাপত্তা দেবে বলে জানান।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -