মুম্বই: ‘কলঙ্ক’ সিনেমায় বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর অভিনয়ের কথা ছিল। তাঁর জায়গায় ওই চরিত্রে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। তিনি বলেছেন, কলঙ্ক সিনেমায় শ্রীদেবীর যে চরিত্রে অভিনয়ের কথা ছিল, সেই চরিত্রে অভিনয় খুবই কঠিন ও আবেগঘন বিষয়। একাধিক তারকা সমন্বিত এই সিনেমায় মাধুরী বাহার বেগমের চরিত্রে অভিনয় করেছেন। গত বছর শ্রীদেবীর মৃত্যুর পর ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব মাধুরীকে দেওয়া হয়েছিল।
সিনেমার টিজার লঞ্চ অনুষ্ঠানে শ্রীদেবীর যে চরিত্রে অভিনয়ের কথা ছিল সেই চরিত্রে অভিনয়ের সময় সেটে তাঁর অনুভূতি কেমন ছিল।
এই প্রশ্নের জবাবে মাধুরী বলেন, 'সবার আগে বলতে চাই যে, শ্রীদেবীর মৃত্যু আমাদের সকলের কাছেই খুবই দুঃখের। এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব যখন আমাকে দেওয়া হয়, তখন তা আমার পক্ষে সহজ ছিল না। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি দারুণ অভিনেত্রীর পাশাপাশি ছিলেন একজন ভালো মানুষও। কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে গিয়ে...অভিনেত্রী হিসেবে তো আলাদা কথা, কেননা, যখন চরিত্রে অভিনয় করতে হয়, তখন নিজের মতো করেই করতে হয়। কাজ শুরু করার পর তো সামনের দিকে তাকাতে হয় এবং নিজের ভূমিকা ভালোভাবে অভিনয় করতে হয়। সেটাই আমি করেছি। কিন্তু আমরা সবাই তাঁর অভাব খুব বেশি করে অনুভব করেছি'।

উল্লেখ্য, সঞ্জয় দত্ত, বরুণ ধবন, আদিত্য রায় কপূর, আলিয়া ভট্ট ও সোনাক্ষী সিনহা অভিনীত সিনেমাটি ১৭ এপ্রিল মুক্তি পাবে।