বাড়িতে ছিল না খাবার কেনার পয়সা, চতুর্থ শ্রেণীতেই পড়া ছেড়ে সিনেমা জগতে এসেছিলেন এই অভিনেত্রী
সবার প্রথমে মেকআপ আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সিল্ক স্মিতা। এরপর আসে সিনেমায় অভিনয়ের সুযোগ। ১০ বছরের কেরিয়ারে প্রায় ৫০০ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
অত্যন্ত দরিদ্র ছিল সিল্ক স্মিতার পরিবার। বাড়িতে ছিল না খাবার কেনার পয়সাও। দারিদ্র্যের কারণেই চতুর্থ শ্রেণীতেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। এরপর সিনেমা জগতে পা রাখেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার’-এ তাঁর জীবনের বিভিন্ন দিকের কথা তুলে ধরা হয়েছে।
নিজের সিনেমা কেরিয়ারে ‘সেক্স সিম্বল’ হয়ে উঠেছিলেন সিল্ক স্মিতা। মাত্র ৩৬ বছরেই আচমকা থেমে যায় তাঁর জীবন। মনে করা হয়, নিজের ‘সেক্স সিম্বল’ ইমেজ নিয়ে দারুন মনোকষ্টে ভুগতেন তিনি। এই কারণেই আত্মঘাতী হন সিল্ক স্মিতা।
ঘরের মধ্যে সিলিং ফ্যানে ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করেন সিল্ক স্মিতা। বলিউডের সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এ সিল্ক স্মিতার ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালন।
দক্ষিণ ভারতের জনপ্রিয় সাহসী অভিনেত্রী সিল্ক স্মিতার দেহ ১৯৯৬-এর ২৩ নভেম্বর তাঁর চেন্নাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। গতকাল ২ ডিসেম্বর ছিল তাঁর জন্মদিন। ১৯৬৬ সালে তাঁর জন্ম।