সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: খড়দায় (Khardaha TMC Worker Murder)  তৃণমূলকর্মী খুনের ঘটনায় দলের ২ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার টিটাগড় পুরসভার ২ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয় (2 Arrested In Khardaha TMC Worker) তৃণমূলকর্মী আকাশের। আকাশ, তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত ছিলেন। সেই ঘটনায় আরেক তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের ২ অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ। 


কী জানা গেল?
গত রবিবার দুপুরবেলা, টিটাগড় পুরসভার পুরানিবাগ এলাকায় ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সির সোনু সাউ এবং ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংহের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময়, বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত আকাশকে ঘুষি মারা হয় অভিযোগ। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় আকাশকে। এই ঘটনায় টিটাগড় এলাকায় তেতে ওঠে। ঘটনার পর পরই খড়দহ থানার আইসি রাজকুমার সরকার ঘটনাস্থলে গেলে সোনু সাউকে সামনে পেয়ে যান বলে খবর।এক জন জনপ্রতিনিধি হয়ে কী ভাবে তাঁরা দু'জন কী ভাবে গুন্ডাদের মতো আচরণ করছেন, প্রশ্ন তোলেন আইসি। সঙ্গে পরামর্শ, দায়িত্ববানের মতো আচরণ করা দরকার। ঘটনার প্রেক্ষিতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বলেন, কাউন্সিলর এমন ব্যবহার করলে দলের ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের তরফে একাধিক মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে একজন হুঁশিয়ারি দেন, বিকাশ সিংহকে দেখে নেবেন। এই ঘটনা কেন্দ্র করে ফের তেতে ওঠে এলাকা। দুই অভিযুক্তের পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়েছে।  বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। 


'গোষ্ঠীদ্বন্দ্ব'...
গত মে মাসে মুর্শিদাবাদের নওদায় এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের ঘটনাতেও গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ছড়ায়। শোনা যায়, রাস্তা চওড়া করা নিয়ে বিবাদ শুরু হয়েছিল। তার পর তৃণমূলের দু-পক্ষের মধ্যে লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষে পরিণত হয়। এক তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের নওদার রাজপুরে, রাস্তা তৈরি করা নিয়ে তৃণমূলের দু-পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরেই বচসা চলছিল। সূত্রের দাবি, ক্রমে তা স্থানীয় তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান এবং তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখের অনুগামীদের মধ্যে বিবাদে পরিণত হয়েছিল। সেই বিবাদই চরম আকার ধারণ করে। 


আরও পড়ুন:পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ, মাথায় হাত ক্রেতাদের, কী বলছেন কলকাতার ব্যবসায়ীরা ?