রাওয়ালপিন্ডি: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (Pakistan vs Bangladesh 1st Test) বেশ শক্তিশালী স্থানে পাকিস্তান ক্রিকেট দল। সৌজন্যে দুই সেঞ্চুরিয়ান, সদ শাকিল ও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। সদ ১৪১ রানের ইনিংস খেলে আউট হলেও, রিজওয়ান ১৭১ রানে অপরাজিত থাকেন। ছয় উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে দেন পাকিস্তান শান মাসুদ। এরপরেই সাজঘরে ফেরার সময় বাবর আজমের (Babar Azam) দিকে নিজের ব্যাট ছুড়ে দেন রিজওয়ান।


ইনিংসের শুরুতে পাকিস্তান বেশ চাপে পড়ে গিয়েছিল। ১৬ রানেই তিন উইকেট হারিয়েছিলেন তারা। সেখান থেকেই ইনিংস সামলান রিজওয়ান। শাকিলকে সঙ্গে নিয়ে দ্বিশতরানের পার্টনারশিপে দলকে ৪০০ রানের গণ্ডি পার করান তিনি। তিনি দ্বিশতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্ত তার আগেই পাকিস্তান অধিনায়ক ইনিংস ঘোষণ করায় খানিক বিতর্ক হয় বটে। তবে রিজওয়ানের আচরণে তেমন কিছুই বোঝা যায়নি। বরং সাজঘরে ফেরার সময় তাঁর ও বাবরের এক ঘটনা নেটিজেনদের বেশ নজর কাড়ে। 


রিজওয়ানের অনবদ্য ইনিংসকে বাহবা জানাতে পাকিস্তানের ক্রিকেটাররা বাউন্ডারি লাইনের সামনে জড়ো হন। তখনই মজার ছলে বাবরের দিকে নিজের ব্যাট ছুড়ে দেন রিজওয়ান। বাবর ব্যাটটি ধরেন এবং দুই তারকাকেই হাসিমুখে দেখা যায়। বাবর এবং রিজওয়ান পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করেন। দুইজনের বন্ধুত্বও বেশ গভীর। এই ঘটনার মাধ্যমে ফের একবার দুইজনের মধ্যেকার বন্ধুত্ব ধরা পড়ল।


 






 


রিজওয়ান এবং শদ শাকিল বাকি পাকিস্তান ওপেনার সাইম আয়ুব ৫৬ রানের ইনিংস খেলেন। ইনিংসের একেবারে শেষের দিকে শাহিন আফ্রিদিও বেশ কয়েকটি বড় শট হাঁকান। তাঁর ব্যাট থেকে আসে ২৪ বলে ২৯ রানের ইনিংস। রিজওয়ান এবং শাহিন ভালভাবেই এগোচ্ছিলেন। তবে রিজওয়ান ১৭১ রানে অপরাজিত থাকাকালীনই ইনিংস ঘোষণা হওয়ায় দ্বিশতরানের সুযোগ পাননি তিনি। এই নিয়ে অনেক মহলেই প্রশ্ন উঠছে। অনেকে আবার এই ঘটনার সঙ্গে ২০০৪ সালে পাকিস্তানের মাটিতেই সচিন ১৯৪ রানে ব্যাট করার সময় রাহুল দ্রাবিড়ের ইনিংস ঘোষণার স্মৃতিও টেনে আনছেন।


পাকিস্তানের প্রথম ইনিংসের বিরাট রানের পর ব্যাট করতে নেমে প্রথম টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের স্কোর দুই উইকেটের বিনিময়ে ১৩৪ রান।ওপার বাংলার দলের হয়ে আপাতত ওপেনার শাদমান ইসলাম ৫৩ ও মমিনুল হক ৪৫ রানে ব্যাটিং করছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বাবা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য, ছেলে হ্যারি মাঠে নামলেন ইংল্যান্ডের হয়ে