মুম্বই: শনিবার মডেল (Model) ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) উরফি জাভেদের (Uorfi Javed) বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের (BJP Leader Chitra Wagh) করা অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড করা হল। এদিন জিজ্ঞাসাবাদের জন্য উরফিকে ডেকে পাঠানো হয় অম্বোলি পুলিশ স্টেশনে। সেখানেই তিনি বয়ান রেকর্ড করেন বলে পুলিশ সূত্রে খবর।


বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড উরফির


মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ডেকে পাঠায় উরফি জাভেদকে। বিজেপি নেত্রীর অভিযোগ অনুযায়ী, জনসমক্ষে দৃষ্টিকটূ কাজ প্রচার করেন উরফি। তবে নেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উরফি। বিজেপি নেত্রীর বিরুদ্ধে তিনি 'ভয় দেখানো'র অভিযোগ এনেছেন। তবে আধিকারিকদের কথা অনুযায়ী, বিজেপি নেত্রীর ভিত্তিতে কোনও এফআইআর দায়ের হয়নি।


সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর শনিবার ২৫ বছর বয়সী অভিনেত্রীকে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়। ট্যুইট করে এএনআইয়ের তরফে বলা হয়, 'টিভি অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে আজ তাঁর বিরুদ্ধে বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ডেকে পাঠানো হয়েছে : মুম্বই পুলিশ'।


 






উরফি জাভেদ ভারতীয় জনতা পার্টির নেত্রী চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে অভিনেত্রীর "অশালীন" পোশাক পছন্দ সম্পর্কে তাঁর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করেছেন। উরফির দাবি, ওই নেত্রী তাঁকে হুমকি দিয়েছেন জনসমক্ষে আক্রমণ করার। উপরন্তু, অ্যাটর্নি ফৌজদারি কার্যবিধির প্রযোজ্য ধারা অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। উরফির আইনজীবীর তরফে বলা হয়, 'আমি মডেল/অভিনেত্রী উরফির ক্ষতির হুমকির জন্য বিজেপি কর্মী শ্রীমতি চিত্রা কিশোর ওয়াঘের বিরুদ্ধে IPC-এর U/s 153(A)(B), 504, 506, 506(ii) ধারায় অভিযোগ দায়ের করেছি।'


আরও পড়ুন: Urfi Javed: সমকামিতা নিয়ে সদ্‌গুরুর মন্তব্যের তীব্র বিরোধিতা উরফি জাভেদের


৪ জানুয়ারি, বিজেপি নেত্রী ট্যুইটারে উরফিকে আক্রমণ করেন তাঁর পোশাক পরিচ্ছদের জন্য এবং জানতে চান যে মহিলা কমিশন অভিনেত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবেন কিনা। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় উরফি একাধিক পোস্ট করেন।


প্রসঙ্গত, 'বিগ বস ওটিটি'র হাত ধরে প্রথম প্রচারের আলোয় আসেন উরফি জাভেদ। এরপর তাঁর ভিন্ন ধারার ফ্যাশন তাঁকে শিরোনামে নিয়ে আসে।