কলকাতা: বিভিন্ন প্রসঙ্গেই তিনি থাকেন চর্চায়। ট্রোলিংয়ের শিকারও কিছু কম হন না। তবে সেই সমস্তকে এখন তোয়াক্কা করেন না তিনি। উরফি জাভেদ (Urfi Javed)। তবে এমন একটা সময় গিয়েছে যে, মানসিক সমস্যায় ভুগেছেন উরফি জাভেদ (Urfi Javed)! এমনকি তাঁকে সাহায্য নিতে হয়েছে মনোবিদেরও। সদ্য একটি সাক্ষাৎকারে এসে, নিজের জীবনের কঠিন সময়ের কথা বললেন উরফি জাভেদ। 


সদ্য, 'ফলো কর লো ইয়ার'-এর প্রচারে একটি লম্বা সাক্ষাৎকার দিয়েছেন উরফি। আর সেখানেই তিনি জানিয়েছেন, একসময়ে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল তাঁকে। উরফির কথায়, 'একটা সময় আমার মনে হত, আমার মধ্যে কিছু সমস্যা চলছে যেগুলো আমি কাউকে বলতে পারছি না। খুব যে দুঃখী হয়ে রয়েছি এই কথা বলতে পারব না। কিন্তু মনে হচ্ছিল আমার ভিতরে কী কী চলছে সেটা আমি কাউকে বলতে পারছি না। সেই সময়ে আমার মনে হয়েছিল, হয়তো একজন থেরাপিস্টকে আমি সবটা খুলে বলতে পারব।' যথেষ্ট কষ্ট করেই খ্যাতি ছিনিয়ে নিয়েছেন উরফি। তাঁর পথটা সহজ ছিল না একেবারেই। 


সদ্য দেওয়া সাক্ষাৎকারে উরফি আরও জানান, তাঁর কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে,  যখন একের পর এক শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে অথবা,  শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। এই ঘটনা বলতে গিয়ে উরফি বলছেন, 'কেরিয়ারে একটা সময়ে এমন সময় ছিল, যখন আমায় নিয়ে যখনই কোনও শো শুরু হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছিল, বা আমায় সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা হচ্ছিল। একটা ঘটনা বলি এই সূত্রে.. আমি একটা শো পেয়েছিলাম। অডিশন দিয়েই সুযোগ পাই। প্রথম দিন শ্যুটে যাওয়ার পরে আমায় শুনতে হল, আমার উপার্জনের ২০ শতাংশ নাকি নির্মাতাদের দিতে হবে। আমি শুনে রাজি হইনি। কারণ এমন কোনও চুক্তিতে আমি সই করিনি। এই কথা বলার পরে, ওরা আমায় ২০টা রিটেক করায়। এবং তারপরে অভিনয় পারছি না এই অজুহাতে আমায় শো থেকে বের করে দেয়।'


 






আরও পড়ুন: Urfi Javed: এখন খ্যাতির শীর্ষে, তবে একসময়ে প্রত্যেকটা শো থেকে বাতিল হয়ে যেতেন উরফি!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।