কলকাতা: বর্তমানে তিনি পরিচিত, খ্যাতও বলা চলে। তবে সেই সমস্তই তাঁর পোশাকের কেরামতিতে। তিনি উরফি জাভেদ (Urfi Javed)। বলা হয়, তিনি নাকি ইতিমধ্যেই কার্যত সবকিছু দিয়েই পোশাক তৈরি করে পরে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি.. উরফির স্টাইল স্টেটমেন্ট সবসময়েই অনুরাগীদের নজর কাড়েছ তিনি কাপড়ও পড়েন নিজস্ব স্টাইলে। কখনও তাঁর গলা থেকে থাকে জিনস, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না। তবে এহেন উরফির খ্যাতি লাভ করার প্রথম পরিকল্পনা কিন্তু এই পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা ছিল না। উরফি হতে চেয়েছিলেন অভিনেত্রী। সদ্য, একটি সাক্ষাৎকারে উরফি স্বীকার করে নিয়েছেন, তিনি ঠিক কী কারণে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে। কীই বা পেয়েছিলেন তিনি? 


সদ্য দেওয়া সাক্ষাৎকারে উরফি জানান, তাঁর কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে, যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে অথবা, তাঁকে নিয়ে শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। এই ঘটনা বলতে গিয়ে উরফি বলছেন, 'কেরিয়ারে একটা সময়ে এমন পরিস্থিতি ছিল, যখন আমায় নিয়ে যখনই কোনও শো শুরু হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছিল অথবা আমায় সরিয়ে অন্য কাউকে নিয়ে আসা হচ্ছিল। একটা ঘটনা বলি.. আমি একটা শো পেয়েছিলাম। অডিশন দিয়েই সুযোগ পাই। প্রথমদিন শ্যুটে যাওয়ার পরে আমায় শুনতে হল, আমার উপার্জনের ২০ শতাংশ নাকি নির্মাতাদের দিতে হবে। আমি শুনে রাজি হইনি। কারণ এমন কোনও চুক্তিতে আমি সই করিনি। আমি ২০ শতাংশ টাকা তাহলে অন্য কাউকে কেন দিতে যাব? এই কথা বলার পরে, ওরা আমায় ২০টা রিটেক করায়। এবং তারপরে অভিনয় পারছি না এই অজুহাতে আমায় শো থেকে বের করে দেয়।'


উরফি আরও বলেন, 'প্রথম প্রথম আমার খারাপ লাগত। পরে একটা সময়ে বুঝতে শিখলাম, ইন্ডাস্ট্রির মধ্যে এমন অনেক রাজনীতি রয়েছে। আমায় কে বাতিল করল আর না করল তাতে আমার কিছু যায় আসে না। একটা সময়ে মনে হত, আমায় যদি বাতিল করারই হত, তাহলে ১০০ জনের মধ্যে অডিশনে আমায় বেছে নেওয়ারই বা কি দরকার ছিল? আমি যদি অভিনয় নাই পারি, তাহলে তো প্রথম দিন থেকেই পারি না। তাহলে অডিশনেই বা আমায় বাছা হয়েছিল কেন আর লুক টেস্ট বা বাকি সবকিছু করে শ্যুটিং পর্যন্তই বা আনা হয়েছিল কেন? তবে এসব আমায় এখন আর ছুঁতে পারে না।'


আরও পড়ুন: Sreelekha Mitra on RG Kar: পথকুুকুরের গায়ে লেখা 'We Want Justice', ছবি শেয়ার করে প্রতিবাদে ফুঁসে উঠলেন শ্রীলেখা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।