কলকাতা: মেয়ের জন্য মা খুঁজতে গিয়ে ফাঁদে বাবা। ঠিক বুঝলেন না তো? কথা হচ্ছে পরিচালক রাজা চন্দের (Raja Chanda) আগামী ছবি নিয়ে। ছবির নাম 'হার মানা হার' (Haar Mana Haar)। ঠিক ছকে বাঁধা প্রেম কাহিনি নয়, তবে ভালবাসায় মোড়া ছবিই তৈরি হতে চলেছে তা গল্প থেকেই স্পষ্ট।


ছবির মুখ্য চরিত্রের নাম বিক্রম। তিনি একজন ধনী, সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। স্ত্রী মারা গেছেন আগেই। সঙ্গে থাকে ১০ বছরের কন্যা সন্তান মিষ্টি। মেয়েকে একাই বড় করে তোলার দায়িত্ব নেয় বিক্রম। কিন্তু অচিরেই বুঝতে পারে যে সেটা বেশ কঠিন কাজ। মিষ্টিকে একা বড় করে তুলতে গিয়ে হিমশিম খেতে থাকে সে। বাধ্য হয়ে শরণাপন্ন হয় বোন শ্রেয়সীর। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দাদাকে সে ফের বিয়ে করার পরামর্শ দেয় প্রথমে মন না মানলেও মেয়ে মিষ্টির কথা ভেবে অবশেষে বিয়েতে মত দেয় বিক্রম। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পাত্রী খুঁজতে গিয়েই আসল গোল বাঁধে।


বিক্রম বিয়ে করতে রাজি হতেই শুরু হয় পাত্রীর খোঁজ। নানান ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট ঘেঁটে পাত্রীর সন্ধান শুরু করা হয়। এবং শেষ পর্যন্ত একজনের সঙ্গে বিয়ে ঠিকও হয় বিক্রমের। কিন্তু এই সমস্ত কিছুর মাঝেই বিক্রমের জীবনে আসে অপর একজন নারী, নাম বুলবুলি। তাকে মায়ের মতোই ভালবেসে ফেলে মিষ্টি। এবার কাকে বাছবে বিক্রম? কার হাত ধরবে শেষ পর্যন্ত? এই টানাপোড়েন নিয়েই তৈরি হচ্ছে ছবি 'হার মানা হার'।


আরও পড়ুন: Dhanush-Aishwaryaa Divorce: ধনুশ-ঐশ্বর্যের বিচ্ছেদের পর 'বিয়ে বনাম বিচ্ছেদ' নিয়ে বার্তা পরিচালক রাম গোপাল বর্মার
 
আর কিছু দিনেই শ্যুটিং শুরু হতে চলেছে ছবির। গল্প লিখেছেন মৌমিতা চট্টোপাধ্যায় (Moumita Chatterjee)। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু (Sougata Basu)। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty), আয়ুষী তালুকদার (Ayushi Talukdar), পায়েল সরকার (Paayel Sarkar), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) এবং শিশু শিল্পী সিলভিয়া দে। একটি রোম্যান্টিক গল্প নিয়ে তৈরি হতে চলেছে পারিবারিক ছবি 'হার মানা হার'।