নয়াদিল্লি: আবারও একটা নতুন সপ্তাহ হাজির (New Week New Releases)। আর সেই সঙ্গে হাজির একগুচ্ছ নতুন ছবি (Movies) ও ওয়েব সিরিজ (Web Series)। কে-পপ স্টার ক্যাং ড্যানিয়েলের কনসার্ট সফর থেকে শুরু করে এক যুবতীকে কনেকে বাঁচাতে মরিয়া মোহিত রায়নার গল্প, সব ধরনের কাজের দেখা মিলবে এবার ওটিটি ও বড়পর্দায়। এছাড়াও সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ও বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) অভিনীত তেলুগু রোম্যান্টিক ছবি 'খুশি'ও মুক্তি পাচ্ছে। চলতি সপ্তাহে নতুন মুক্তির তালিকা রইল। 


ক্যাং ড্যানিয়েল: মাই প্যারেড (Kang Daniel: My Parade)


এটি একটি তথ্যচিত্র, যা বলবে কে-পপ স্টার ক্যাং ড্যানিয়েলের সফরের গল্প বলবে। 'অত্যন্ত জনপ্রিয় কে-পপ গোষ্ঠীর সদস্য হিসাবে তাঁর দুর্ধর্ষ কেরিয়ারের পরে, ক্যাং ড্যানিয়েল তাঁর নিজের মতো করে চলার পথ বেছে নিয়েছেন। যখন তিনি তাঁর একক কর্মজীবনের প্রথম দিকে নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতির কারণে একাধিক বাধার সম্মুখীন হয়েছিলেন, এই সময়েই ক্যাং ড্যানিয়েল একজন শিল্পী হিসাবে তাঁর বিভিন্ন রং অন্বেষণ করেন এবং আবিষ্কার করেন। তাঁর প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশের সঙ্গে সঙ্গে, ক্যাং ড্যানিয়েল আবারও ভক্তদের সামনে দাঁড়ালেন ‘ফার্স্ট প্যারেড’ নিয়ে, যা সিওলে তাঁর প্রথম একক কনসার্ট এবং এটি মহাকাব্যিক বিশ্ব ভ্রমণের সূচনাও করে।' ৩০ অগাস্ট মুক্তি পাচ্ছে এই ছবি।


দ্য ফ্রিলান্সার (The Freelancer)


মোহিত রায়না, কশ্মিরা পরদেশি, সুশান্ত সিংহ, জন কোক্কেন, নবনীত মালিক, গৌরী বালাজি ও অনুপম খের অভিনীত এই সিরিজ মুক্তি পাবে ওটিটিতে, ১ সেপ্টেম্বর। অবনীশ কামাথ, প্রাক্তন পুলিশ অফিসার যে একজন মার্সিনারি হিসেবে কাজ করে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় আটকে পড়া এক যুবতী কনে আলিয়াকে উদ্ধারের মিশনে ব্রতী সে। ২০১৭ সালের শিরিশ থোরাটের লেখা বেস্টসেলিং বই 'এ টিকিট টু সিরিয়া'র ওপর ভিত্তি করে তৈরি সিরিজ।


টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেইহেম (Teenage Mutant Ninja Turtles: Mutant Mayhem)


মিকা অ্যাবি, শ্যামন ব্রাউন জুনিয়র, নিকোলাস কানটু ও ব্রেডি নুন অভিনীত ছবি এটি। 'টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস' ফ্র্যাঞ্চাইজির সপ্তম ছবি এটি। নিউ ইয়র্কবাসীর হৃদয় জয়ে টার্টল ভাইদের সফরের গল্প বলবে এই ছবি। একাধিক তারকা কণ্ঠ পাওয়া যাবে এই ছবিতে। ১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।


গোল্ডফিশ (Goldfish)


দীপ্তি নাভাল ও কাল্কি কেঁকলা অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১ সেপ্টেম্বর। অনুরাগ কাশ্যপ নিবেদিত এই ছবির পরিচালক পুশন কৃপালনি। মা ও মেয়ের পারস্পরিক বন্ধন, সম্পর্ক এবং স্মৃতি ও পরিচয় নিয়ে চলতে থাকা টানাপোড়েন ও সমস্যার গল্প বলবে এই ছবি। 


খুশি (Kushi)


সামান্থা রুথ প্রভু ও বিজয় দেবেরাকোন্ডার জুটি আসছে বড়পর্দায়। ১ সেপ্টেম্বর মুক্তি পাবে এই রোম্যান্টিক ঘরানার ছবি। এক জুটির গল্প বলবে এই ছবি, যারা 'অসফল দাম্পত্য'র ভবিষ্যদ্বাণী সত্ত্বেও একসঙ্গে থেকে একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এই সাফল্যের পরই কি তারা অবশেষে বুঝতে পারবে তাদের বাবা-মার চিন্তার পিছনে কোনও সত্য লুকিয়ে আছে?


দ্য ইক্যুইলাইজার ৩ (The Equalizer 3)


ড্যানজেল ওয়াশিংটন, ডাকোটা ফ্যানিং, ডেভিড ডেনম্যান, সোনিয়া আম্মার অভিনীত এই ছবি ১ সেপ্টেম্বর মুক্তি পাবে। দক্ষিণ ইতালির প্রেক্ষাপটে তৈরি এই ছবি। রবার্ট ম্যাককল বুঝতে পারে যে পরিচিত পরিবেশের মধ্যেও, তার বন্ধুরা স্থানীয় অপরাধী নেতাদের কবলে পড়েছে। তারপর?


ফ্রাইডে নাইট প্ল্যান (Friday Night Plan)


জুহি চাওলা, বাবিল খান, আধ্যা আনন্দ, নিনাদ কামাত, রিয়া চৌধুরি, আদিত্য জৈন, মেধা রানা অভিনীত 'ফ্রাইডে নাইট প্ল্যান' মুক্তি পাবে নেটফ্লিক্সে, ১ সেপ্টেম্বর। মায়ের ব্যবসায়িক যাত্রা শুরু করার সঙ্গে, দুই ঝগড়ুটে ভাই তার স্বদেশে ফেরার আগে বছরের সবচেয়ে প্রত্যাশিত পার্টিতে যোগ দেওয়ার জন্য একটি গোপন পরিকল্পনা নিয়ে একত্রিত হয়। তারপর?


গোল্ডা (Golda)


১ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হেলেন মিরেন, ক্যামিল কোটিন প্রমুখ অভিনীত এই জীবনীমূলক গল্প। ইজরায়েলের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের চ্যালেঞ্জিং জীবনের গল্প বলবে এই ছবি। এটি ১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। 


দ্য হুইল অফ টাইম সিজন ২ (The Wheel Of Time Season 2)


ওটিটিতে মুক্তি পাবে ১ সেপ্টেম্বর। অভিনয়ে রোজামান্ড পাইক, ড্যানিয়েল হ্যানি প্রমুখ। রবার্ট জর্ডনের বেস্ট সেলিং ফ্যান্টাসি সিরিজ 'দ্য হুইল অফ টাইম'-এর ওপর নির্ভর করে তৈরি এই সিরিজ। 


স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি (Scam 2003: The Telgi Story)


গগন দেব রিয়ার, মুকেশ তিওয়ারি, সানা আমিন শেখ, ভরত যাদব, শাদ রানধাওয়া অভিনীত এই সিরিজ ২ সেপ্টেম্বর সোনি লিভে মুক্তি পাবে। তুষার হিরানন্দানি পরিচালিত এই সিরিজের সহ-পরিচালক হংসল মেহতা। বায়োগ্রাফিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজ ২০০৩ সালে আব্দুল করিম তেলগির ভারতীয় স্ট্যাম্প পেপার দুর্নীতির ঘটনা অবলম্বনে তৈরি। 


আরও পড়ুন: Documentary 'Naren': এবার তথ্যচিত্রে স্বামীজির জীবন দর্শন, মুক্তি পেল ৫ পর্বের 'নরেন'


ইজ শি দ্য উলফ? (Is She The Wolf?)


৩ সেপ্টেম্বর, ওটিটিতে মুক্তি পাচ্ছে এটি। জাপানি রিয়্যালিটি শো এটি একটি যা অরিজিন্যাল শো 'হু ইজ দ্য উলফ'-এর ওপর ভিত্তি করে তৈরি। আসল অনুষ্ঠানটির ১৩টি সিজন হয়েছিল। পাঁচ মহিলা ও পাঁচ পুরুষের প্রেম কাহিনি, একাধিক ডেট, একসঙ্গে প্রজেক্ট নিয়ে তৈরি এটি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial