কলকাতা: তিনি সবসময়েই থাকেন খবরের শিরোনামে। কখনও নাকি পুলিশ তাঁকে গ্রেফতার করছে, কখনও আবার পোশাক নিয়ে চূড়ান্ত ট্রোলড হচ্ছেন তিনি। মূলত, তাঁর এই শিরোনামে আসার পিছনে থাকে তাঁর পোশাকই। তবে এবার, সামাজিক মাধ্যমের যে প্ল্যাটফর্মের হাত ধরে জনপ্রিয় হয়েছিলেন তিনি, বন্ধ করে দেওয়া হল সেই অ্যাকাউন্টই! এবার কী করবেন উরফি জাভেদ (Urfi Javed)? 


আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানালেন 'সোশ্যাল মিডিয়ায় সেনসেশন'। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মর্মে ইনস্টাগ্রামের তরফ থেকে তার কাছে একটি বার্তাও পাঠানো হয়েছে। সেটা শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেই বার্তায় লেখা রয়েছে, সাময়িকভাবে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কারণ তিনি কিছু নিয়ম ভেঙেছেন। বেশ কিছু বিষয়ে কমিউনিটি গাইডলাইন ভাঙার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। 


এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ট্রোলিংয়ের শিকার হন উরফি। অনেকেই বলেন, ২০২৩-এর সেরা পোস্ট এটি। অনেকে আবার অনুমান করেন, অত্যন্ত স্বল্পবসনা হয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার কারণেই উরফির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম। তাঁর অনুরাগীরা যেমন একদিকে জানতে চান, ঠিক কী কারণ এইভাবে বন্ধ হল তাঁর অ্যাকাউন্ট.... তেমন অনেকেই আবার এই বিষয়টিতে খুশিও হয়েছেন। 


তবে কিছুক্ষণ পরেই ভোলবদল। উরফির অ্যাকাউন্ট ফিরে আসে ইনস্টাগ্রামে। আর সেখানে আরও একটি নতুন স্ক্রিনশট শেয়ার করে নেন তিনি। সেখানে বলা হয়, ভুল করেই সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিল উরফির অ্যাকাউন্ট। তা আবার ফিরে এসেছে যথারীতি। উরফি নতুন করে লগ ইন করে অ্যাকাউন্টটি আগের মতোই ব্যবহার করতে পারেন। এই স্ক্রিনশট শেয়ার করে উরফি মস্করা করে লেখেন, ইনস্টাগ্রাম ঠিকই করতে পারছে না তাঁকে নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া উচিত। উরফি আবার ট্রোলারদের কটাক্ষ করে লেখেন, অনেকের আশা পূরণ হয়েছিল।


প্রসঙ্গত, নিজের একটি সাক্ষাৎকারে উরফি একবার জানিয়েছিলেন, তাঁর ছোটবেলার কোনও সুখস্মৃতি নেই। সেই সাক্ষাৎকারে উরফি বলেছিলেন, 'আমার কোনও বন্ধু ছিল না। নিজের ওপর বিন্দুমাত্র আত্মবিশ্বাস ছিল না আমার। সবসময় অশান্ত মেজাজে থাকতাম। আমার সবসময় মনে হত, একজন মেয়ে হিসেবে আমি ভাল নই। সবাই আমায় এমনভাবে  দেখত, ব্যবহার করত যেন আমি আগামী প্রজন্মের জন্য একটা খারাপ উদাহরণ। এখনও সবসময় আমায় ইন্টারটেনে ট্রোলড হতে হয়। আমার মনে হয়, কোনও পরিবার, কোনও মানুষই আমায় ভালভাবে স্বীকার করবে না।'


নিজের ছোটবেলার অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন উরফি। তিনি বলেছেন, 'আমি কখনও আমার বাবার ঘনিষ্ঠ ছিলাম না। ছোটবেলায় কখনও যদি দেখতাম আমার বাবা বা মা কেউ রেগে গিয়েছেন, সেই রাগটা তাঁরা আমার ওপর বের করতেন। যদি কোনও বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়ার উদ্দেশে মা-বাবা মারধর করেন, তাহলে কখোনোই সেই শিশু সঠিক শিক্ষা পেতে পারে না। তার জেদ আরও বেড়ে যায় আর ভীষণ নেতিবাচক প্রভাব পড়ে। সেই প্রভাব বয়সের সঙ্গে সঙ্গে সেই শিশুর ওপর অদ্ভুত প্রভাব ফেলে।'


আরও পড়ুন: Dinesh Phadnis: গুরুতর অসুস্থ জনপ্রিয় শো CID-র ফ্রেডি ওরফে দীনেশ, রয়েছেন ভেন্টিলেশনে