নয়াদিল্লি: তাঁর পোশাকের জন্য প্রায়ই সমালোচিত হন উরফি জাভেদ (Urfi Javed)। তবে মঙ্গলবার তাঁর পোশাক মানুষের শুধু নজরই কাড়ল তা নয়, জয় করল মনও। তাঁকে দেখা গেল চোখ ধাঁধানো এক জ্যাকেট পরে যা তৈরি অজস্র খুদে প্লাশ খেলনা (plush toys) দিয়ে। তাঁর গোটা শরীরজুড়ে খরগোশ, টেডি বেয়ার, হাতি, ডলফিনের মেলা। এই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর এই পোশাকের প্রশংসাও করেছেন। 


'খেলনা' পোশাকে উরফি জাভেদ


শর্ট হলুদ ড্রেস, পায়ে গোলাপি হিল জুতো, আর ড্রেসের ওপর খেলনায় মোড়া জ্যাকেট। নিজের সাম্প্রতিক পোশাকে একাধিক ভিডিও ও ছবি শেয়ার করেন ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ নিজেই। মঙ্গলবারের এই লুককে তিনি পূর্ণতা দিয়েছিলেন সূক্ষ্ম মেকআপে। চোখে উইংড আইলাইনার, চুলে উঁচু করে খোঁপা এবং কানে ঝিনুক দুল পরেছিলেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি'। 


উরফির নতুন পোশাকের ছবি ভিডিও প্রকাশ্যে আসার পরই স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদজানিয়া কমেন্ট করেন, 'দুর্দান্ত! তোমার থেকে ধার করতে পারি।'




এর আগে এক পাপারাৎজির অ্যাকাউন্টে উরফির ভিডিওর নিচে কমেন্ট করেন অভিনেত্রী নেহা ধুপিয়া। তিনি লেখেন, 'এটা চাই!!' অপর একটি কমেন্টে লেখেন, 'এটা সবচেয়ে মিষ্টি পোশাক!!' প্রসঙ্গত উরফির এই পোশাকের প্রশংসা করেছেন অনেক নেটিজেনও। এক ইন্টারনেট ব্যবহারকারী কমেন্ট করেন, 'অবশেষে এমন কিছু যার জন্য ওঁর প্রশংসা করা যায়'। অপর একজন লেখেন, 'আজ ওঁকে খুবই মিষ্টি লাগছে'। অপর একজন লেখেন, 'ওমা কী মিষ্টি, আমারও একটা চাই'। অপর একজন উরফির এই পোশাককে পাঁচটি স্টার দিয়ে রেট করেছেন। একজন লেখেন, 'উরফির আজকের পোশাক ফাটাফাটি'। 


আরও পড়ুন: Bad Cholesterol: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা


যদিও উরফি জাভেদ তাঁর পোশাকের জন্য বিশেষ কখনও প্রশংসিত হন না, উল্টে ভীষণভাবেই সমালোচিত হন। তবে অনেকেই আবার তাঁর আত্মবিশ্বাসকে কুর্ণিশ জানায়। করিনা কপূর খান এক সাক্ষাৎকারে তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করেন। ফ্যাশন দুরস্ত করিনা বলেছিলেন, 'ফ্যাশন মানে অভিব্যক্তি ও বাক স্বাধীনতা। আমার তো মনে হয় যে আত্মবিশ্বাসের সঙ্গে উরফি সমস্ত পোশাক পরে বাইরে বের হন, ওঁকে বেশ ভালই লাগে। ওঁর যে নিজের যেটা পছন্দ সেটাই করেন, এটাই হচ্ছে আসল ফ্যাশন। নিজের চামড়ায় নিজে সুখী হবেন তখন যা ইচ্ছা তাইই পরা যায় আত্মবিশ্বাসের সঙ্গে। আমার ওই কনফিডেন্সটাই দুর্দান্ত লাগে। কুর্ণিশ!'