কলকাতা : "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনুমতি দিলে মণিপুরে যেতে চাই। মণিপুরে যাওয়ার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছি।" জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, এখন মণিপুরে গিয়ে কী হবে ? পাশাপাশি তাঁর প্রশ্ন, কী অবস্থা মণিপুরের ? জানতে চাই।


ইম্ফল উপত্যকায় এবং এর আশেপাশে বসবাসকারী মেইটিস এবং পাহাড়ে বসতি স্থাপনকারী কুকি উপজাতির মধ্যে জাতিগত হিংসা, তফসিলি উপজাতি (এসটি) ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করার দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৮০ জনেরও বেশি মানুষ মারা গেছেন মণিপুরে। ৩ মে থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ। এই পরিস্থিতিতে রাজ্যে বর্তমান এই সংকট কাটানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন অলিম্পিয়ান-সহ মণিপুরের ১১ জন নামী ক্রীড়াব্যক্তিত্ব। সংশ্লিষ্ট চিঠিতে যাঁরা সই করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী মীরাবাঈ চানু। চিঠিতে তাঁরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্যে যদি শীঘ্রই "শান্তি এবং স্বাভাবিক" অবস্থা ফিরিয়ে আনা না হয়, তাহলে তাঁরা তাঁদের পুরস্কার এবং পদক ফিরিয়ে দেবেন।


চিঠিতে স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন- পদ্ম-পুরস্কারজয়ী ভারোত্তলক কুঞ্জরানি দেবী, ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বেম বেম দেবী, বক্সার এল সরিতা দেবী। তাঁরা জাতীয় সড়ক জটমুক্ত করার দাবি জানিয়েছেন। চিঠিতে যে আট দফা দাবি জানানো হয়েছে, তাঁর মধ্যে উল্লেখযোগ্য, "রাজ্যের একাধিক জায়গায় সপ্তাহের পর সপ্তাহ ধরে জাতীয় সড়ক-২ ব্লক করে রাখা হয়েছে। যার জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই দয়া করে, যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় সড়ক পরিষ্কারের ব্যবস্থা করুন।"


এদিকে অশান্তি বিধ্বস্ত মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য চার দিনের সফরে মণিপুরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার বিভিন্ন স্টেকহোল্ডার, যেমন- মন্ত্রিসভা ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলেছেন তিনি। চলতি মাসের গোড়ায় মেইটিস ও কুকি সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ার পর এটাই উত্তর-পূর্বের রাজ্যে তাঁর প্রথম সফর। গতকালই মণিপুরে পৌঁছেছেন শাহ। সেখানকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, রাজ্যের কয়েকজন মন্ত্রী, একাধিক আধিকারিক এবং কিছু রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেন তিনি। আজ কয়েকজন নেত্রীর সঙ্গে তিনি ব্রেকফাস্ট মিটিং সারেন। এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথক বৈঠকও।


এছাড়া নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শাহ। সেই বৈঠকে নাগরিক সমাজ স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।