কলকাতা: সাদা-কালো সেই 'মৃত্যুসংবাদে' তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে পরের দিনই প্রকাশ্যে আসে, 'সত্যি'টা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো মৃত্যুসংবাদ দেওয়ার পর থেকে কটাক্ষের শিকার হয়েছিলেন মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। সার্ভাইকাল ক্যান্সার (Cervical Cancer) প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য এই পদ্ধতি বেছে নিয়েছিলেন তিনি, এমনটাই দাবি করেছিলেন পুনম। তবে তাঁর এই পদক্ষেপ খুব একটা ভালভাবে গ্রহণ করেননি তাঁর সহকর্মী বা ইন্ডাস্ট্রির সিংহভাগ মানুষ, এমনকী নেটিজেনরাও। এমন গুরুতর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গিয়ে তিনি 'বাড়াবাড়ি' করে ফেলেছেন বলে দাবি অধিকাংশের। এরপরে, একটি বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হয়েছে ডিজিট্যাল এজেন্সি (digital agency)-র তরফ থেকে। তাঁরাই নাকি এই সচেতনতা স্টান্টের নেপথ্যে ছিলেন। তবে এতে তেমন বরফ গলেনি। পুনমের ওপর যারপরনাই ক্ষুব্ধ সিংহভাগ। আর এবার, সোশ্যাল মিডিয়ায় পুনমকে কটাক্ষ করেই একটি পোস্ট করেন আরেক বিতর্কের রানি... উরফি জাভেদ (Urfi Javed)।
কী ছিল উরফির পোস্টে? নিজের বিছানায় শুয়ে, সাদা চাদর ঢাকা দিয়ে একটি ছবি পোস্ট করেছেন উরফি। সেখানে তিনি লিখেছেন, 'দুঃখিত বন্ধুরা.. আমি কিন্তু মারা যাইনি। আমি কেবল হ্যাঙওভার নিয়ে সচেতনতা প্রচার করতে চাই। যখন আপনি মদ্যপান করছেন, তখন নিজেকে মনে হবে প্রাণশক্তিতে ভরপুর। তবে তার পরেরদিন কিন্তু আপনার মনে হবে আপনি বোধহয় মরেই যাবেন। তবে আপনি সত্যি সত্যি মরবেন না।'
প্রসঙ্গত, গত শুক্রবার, পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুসংবাদ দিয়ে একটি পোস্ট করা হয়। কারণ হিসেবে বলা হয় সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তবে শনিবার, মডেল অভিনেত্রী নিজেই ভিডিও পোস্ট করে খোলসা করেন যে তিনি জীবিত এবং সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এই পদক্ষেপ নেন তিনি। তবে এরপর প্রবল কটাক্ষের মুখে পড়েন তিনি। সেইদিনই রাতে নিজেও একটি ভিডিও পোস্ট করেন পুনম, যেখানে তিনি তাঁর উদ্দেশ্যের কথা ফের খোলসা করেন।
আরও পড়ুন: Rachana Banerjee: বিমানে উঠেই অবাক রচনা! তাঁর সিটে চিঠি আর উপহার রেখেছিল কে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।