নয়াদিল্লি: যাঁরা সোশ্যাল মিডিয়ায় (Social Media) সক্রিয় তাঁরা উরফি জাভেদের (Uorfi Javed) নামের সঙ্গে ভালই পরিচিত। তাঁর অফবিট ফ্যাশন (Offbeat Fashion) তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। প্রায়ই তাঁর পোশাক সাধারণ মানুষকে চমকে দেয়। ট্রোলেরও (Trolled) শিকার হন তিনি। তা সত্ত্বেও ঝলমল করে চলেছেন। সম্প্রতি এই ট্রোলের শিকার হয়েই এমন সিদ্ধান্ত নিলেন তিনি যার পর বেশ হতাশ উরফি।


'আন্ডার আই ফিলার্স' করিয়ে হতাশ উরফি


কিছুদিন আগেই উরফি নেটিজেনদের ট্রোলের শিকার হন তাঁর 'ডার্ক সার্কল'-এর (dark circle) জন্য। নেটদুনিয়ায় প্রায়ই মানুষের নানা 'খুঁত' বের করে ট্রোল করা হয়ে থাকে। সেখানে উরফির কাছে ট্রোল হওয়া বোধ হয় বিশেষ নতুন ঘটনা নয়। কিন্তু চোখের তলায় 'ডার্ক সার্কল' বোঝা যাচ্ছে, এমন মন্তব্যের পর 'আন্ডার আই ফিলার্স'-এর (under eye fillers) সাহায্য নেন তিনি। কিন্তু ঠিক যেমনটা ফল পাবেন আশা করেছিলেন তা একেবারেই হয়নি। 


সোমবার উরফি জাভেদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি বিনা মেকআপে রয়েছেন। ছবিতে স্পষ্ট করতে চান তাঁর চোখের নিচের লাল ফোলা অংশ। নিজের ভাবনার বহিঃপ্রকাশ হিসেবে উরফি লেখেন, 'আমাকে ডার্ক সার্কলসের জন্য এত ট্রোলড হতে হয়, যে বাধ্য হয়ে আই ফিলার্স করাই এবং এখন আমার মুখটা পুরো নষ্ট দেখাচ্ছে। আমার চোখের তলা এখন অমসৃণ ও আজব হয়ে রয়েছে। এখন মেকআপও আমার এই অদ্ভুত আন্ডার আই ঢাকতে পারবে না!! আমি কেন নিজের সঙ্গে এমন করলাম।'



প্রসঙ্গত, শোনা যাচ্ছে বলিউডে পদার্পণ করতে চলেছেন উরফি জাভেদ। 'বিগ বস ওটিটি'র প্রাক্তন প্রতিযোগী নাকি একতা কপূরের 'লভ, সেক্স অউর ধোকা ২'-এর (Lovem Sex Aur Dhokha 2) হাত ধরে অভিনয় দুনিয়ায় পা রাখবেন, খবর এমনটাই। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও নিশ্চিত ঘোষণা হয়নি। তবে উরফির কাছে প্রস্তাব গেছে বলে খবর সূত্রের। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'এই ছবির জন্য উরফির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে কারণ মুখ্য অভিনেত্রীর চরিত্রে তিনি নিখুঁত বলে মনে করা হচ্ছে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে পারেন উরফি।'


আরও পড়ুন: 'Love, Sex aur Dhokha 2': দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শুরু হল 'লভ, সেক্স অউর ধোকা ২' ছবির শ্যুটিং


প্রসঙ্গত, গতকাল, অর্থাৎ সোমবার ১৭ জুলাই শুরু হয়েছে 'লভ, সেক্স অউর ধোকা ২' ছবির শ্যুটিং। নির্মাতারা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র আবহে মুক্তি পাওয়ার কথা এই ছবি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial