মুম্বই : নিজের নতুন ছবির নাম ঘোষণা করলেন উর্বশী রাউতেলা। সিনেমাটি তামিল ছবি 'থিরুত্তু পায়ালে ২'-এর হিন্দি রিমেক। নাম 'দিল হ্যায় গ্রে'। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিনীত কুমার সিংহ ও অক্সয় ওবেরয়কে। 


উর্বশী লিখেছেন, বিজয়া দশমীর মতো শুভ দিনে আমার পরবর্তী ছবির নাম ঘোষণা করতে খুব উৎসাহ বোধ করছি। ছবির নাম 'দিল হ্যায় গ্রে'। সিনেমাটির সঙ্গে আমার হৃদয়ের যোগ রয়েছে। সুসি গণেশন স্যারের মতো পরিচালক, প্রযোজক এম রমেশ রেড্ডি ও আমার সহ-অভিনেতা বিনীত কুমার সিংহ ও অক্সয় ওবেরয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।


আরও পড়ুন ; জিমে ঊর্বশী রাউতেলাকে একা রেখে চলে গেলেন ট্রেনার ! তারপর ?


তাঁর সংযোজন, এই ছবিটি দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এর গল্প নিয়ে আমি আশাবাদী যে, দর্শকরা ছবিটি পছন্দ করবেন। আশা করি, আমার ভক্তরা তাঁদের ভালবাসা ও আশীর্বাদ জানাবেন। দীর্ঘদিন পর বড় পর্দায় নিজের ছবি দেখতে পেয়ে আমি উৎসাহিত।


আরও পড়ুন ; ৭০ লাখি ব্রেসলেট! মহার্ঘ শাড়ি, উর্বশী রউতেলার জমকালো লুকের খরচ কত জানেন?


প্রসঙ্গত, উর্বশী রাউতেলার ইনস্টাগ্রামে (Urvashi Rautela Instagram) চোখ রাখলেই সেখানে শরীর চর্চার বিভিন্ন ভিডিও চোখে পড়বে অনুরাগীদের। তবে, অভিনেত্রীর সদ্য পোস্ট করা ভিডিও দেখলে বুঝতে হবে একেবারেই অ্যাকশন মুডে রয়েছেন তিনি। এরই সঙ্গে নতুন ছবির জন্য মার্শাল আর্টসও শিখছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তারই প্রশিক্ষণের ভিডিও পোস্ট করেন। উর্বশী রাউতেলার মার্শাল আর্টসের ভিডিও দেখে অনুরাগীদের চোখ কপালে উঠেছে। সম্প্রতি তিনি যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে কতটা দক্ষতার সঙ্গে মার্শাল আর্টস অনুশীলন করছেন অভিনেত্রী। শুধু মার্শাল আর্টসই নয়, সদ্য পোস্ট করা ভিডিওতে উর্বশী রাউতেলাকে দেখা যায় ৬৫ কেজি ওজন তুলতেও।