Amazon Festival Sale: অ্যামাজনের সেলে এবার ভারী ডিসকাউন্ট পাবেন স্মার্ট টিভি, ফোন ও ল্যাপটপে।ব্র্যান্ডেড প্রোডাক্টে এই অফার দিচ্ছে অ্যামাজন। দেখ নিন সেই প্রোডাক্টগুলির দাও ও স্পেকস।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
iFFALCON(55 inches) 4K Ultra Smart QLED TV
অ্যামাজনের উৎসবের সেলে 55 ইঞ্চি স্মার্ট টিভি iFFALCON-এ পাবেন আকর্ষণীয় অফার। 1,26,990 টাকা দাম হলেও সেলে এখন 44,999 টাকায় পাওয়া যাচ্ছে এই টিভি। এই স্মার্ট টিভিতে মোট 65 শতাংশ ছাড় রয়েছে। 4K আল্ট্রা এইচডি রেজলিউশনের সঙ্গে, আপনি এই টিভিতে 3 HDMI, 2 USB পোর্টের সাপোর্ট পাবেন। এতে ডলবি এটমোসের সাথে 30W সাউন্ড আউটপুট রয়েছে। প্রাইম ভিডিও, ইউটিউব, নেটফ্লিক্সের মতো সব প্রাইমারি অ্যাপ এই টিভিতে দেখা যাবে। এতে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের অপশনও পাবেন। এই স্মার্ট টিভিতে রয়েছে 2GB র্যাম ও 16GB রম।
iFFALCON(55 inches) টিভি কিনতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন
Samsung Galaxy S20 FE 5G
আপনি যদি কম দামে ভালো 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে আকর্ষক অফার দেখতে পারেন। এই ডিলে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে এই ই-কমার্স সাইট। 74,999 টাকার এই ফোন এখন অ্যামাজনের সেলে পাবেন 38,490 টাকায়।36,509 টাকার বিশাল ছাড় দেওয়া হচ্ছে ফোনে।স্যামসাং গ্যালাক্সি এস 20 এফই 5জি স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে। যাতে 120Hz রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি। এই ফোন অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে চলে। ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। এতে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
অ্যামাজনে Samsung Galaxy S20 FE 5G পান দারুণ অফারে, দেখে নিন দাম
Lenovo Tab M10 HD 2nd Gen
অ্যামাজনের সেলে লেনোভোর ট্যাবলেট এখন 40% ছাড়ে পাওয়া যাচ্ছে। 25,000 টাকা দাম হলেও অফারে এই ট্যাবগুলি এখন 13,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই ট্যাবটিতে 64 জিবি স্টোরেজ-সহ 4 জিবি RAM রয়েছে। যা 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এইচডি ডিসপ্লের এই ট্যাবলেটের স্ক্রিন সাইজ 10.1 ইঞ্চি। এতে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। সামনের ভিডিয়ো কলের জন্য দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে এই ট্যাবলেট। এতে রয়েছে 5000 mAh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি।মিডিয়াটেকের হিলিও P22T অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে ট্যাবলেটে।
কত ছাড়ে পাওয়া যাচ্ছে Lenovo Tab M10 HD 2nd Gen ? এই লিঙ্কে ক্লিক করুন
HP 14 (2021) 11th Gen Intel Laptop
এইচপি ল্যাপটপের ব্র্যান্ডে ভরসা রাখেন অনেকেই। যদি আপনি এই ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে চান, তাহলে কোম্পানির লেটেস্ট মডেল এইচপি 14 (2021) 11th জেনারেশন দেখতে পারেন অ্যামাজনের সেলে। এখানে 45,892 টাকার এই ল্যাপটপ 40,000 টাকায় পাওয়া যাচ্ছে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলে এই ল্যাপটপ। যা উইন্ডোজ 11-এ বিনামূল্যে আপগ্রেড করা যাবে। এতে 11th জেনারেশন ইন্টেল কোর i3-1115G4 প্রসেসর দেওয়া হয়েছে। মেমরি: 8 জিবি RAM রয়েছে এই ডিভাইসে। যা 16 জিবি পর্যন্ত আপগ্রেড করা যায়। এই ল্যাপটপের স্টোরেজ 256 জিবি। ল্যাপটপের স্ক্রিনের সাইজ 14 ইঞ্চি (FHD)। এতে মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট 2019, অ্যালেক্সা প্রি-ইন্সটল করা আছে। গ্রাফিক্সের জন্য রয়েছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স।
এই লিঙ্কে ক্লিক করে জানুন এইচপি ল্যাপটপের দাম
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম