সোনালি গাউনে ঊর্বশী রউতেলা, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ছবিতে সোনালি রঙের গাউনে দেখা যাচ্ছে ঊর্বশী রউতেলাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ঊর্বশী রউতেলা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ছবি পোস্ট করেন।
সম্প্রতি তিনি সোনালি রঙের পোশাকে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
এর আগেও ইনস্টাগ্রামে ঊর্বশী রউতেলাকে তাঁর বিভিন্ন ভঙ্গিমার ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।
কোনও ছবিতে তাঁকে শাওয়ার নিতে দেখা গিয়েছে।
এর আগে মেরুন গাউন পরে নিজের ছবি শেয়ার করেছিলেন ঊর্বশী রউতেলা।
এই ছবি ঊর্বশী রউতেলা ২০১৯-এর জানুয়ারিতে ম্যাক্সিম ম্যাগাজিনের কভার পেজের জন্য শ্যুট করেছিলেন। পুরানো ছবি শেয়ার করে ঊর্বশী রউতেলা তাঁর ফেলে আসা দিনগুলির কথা স্মরণ করছেন।
উল্লেখ্য, এই ফটোশ্যুটের আগের কিছু ছবি ও ভিডিও ঊর্বশী রউতেলা জানুয়ারিতে তাঁর অনুরাগীদের জন্য পোস্ট করেছিলেন।
বলিউডের কয়েকটি সিনেমায় দেখা গিয়েছে ঊর্বশী রউতেলাকে।
২০১৩-তে সানি দেওলের সঙ্গে সিং সাব দ্য গ্রেট সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ঊর্বশী রউতেলার। এরপর হেট স্টোরি ৪ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে।
সব ছবি সৌজন্য ঊর্বশী রউতেলা @urvashirautela
- - - - - - - - - Advertisement - - - - - - - - -