কলকাতা: মুক্তি পেল উষা উত্থুপ (Usha Uthup), রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi), ও ইমন চক্রবর্তীর (Iman Chakraborty)-র জোড়া মিউজিক ভিডিও, 'রূপসী বাংলা তুমি' ও 'মন আমার'। এর আগে, বিশ্ব রায়ের লেখা ও সুরে মুক্তি পেয়েছিল রাজা চন্দ পরিচালিত 'পুরোনো গিটার' মিউজিক ভিডিওটি। আর এরপরে, ইউটিউবেই মুক্তি পেয়েছে এই দুটি নতুন মিউজিক ভিডিও। "রূপসী বাংলা তুমি" গানটি বাংলার প্রাকৃতিক বৈচিত্র্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলার মহান সন্তানদের প্রতি নিবেদিত, যারা ভারতের নবজাগরণের যুগে আলোড়ন সৃষ্টি করেছিলেন। 'রূপসী বাংলা তুমি' গানটি বাংলার প্রাকৃতিক বৈচিত্র্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলার মহান সন্তানদের প্রতি নিবেদিত, যারা ভারতের নবজাগরণের যুগে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অন্যদিকে 'মন আমার' একটি আদ্যপান্ত প্রেমের গান।
উত্তরে সবুজে মোড়া ডুয়ার্স আর গর্বের শিখরের হিমালয়, দক্ষিণ ও পূর্বে গাঢ় নীল বঙ্গোপসাগর এবং সুন্দরবনের শ্যামলা সুন্দর ম্যানগ্রোভ, পশ্চিমে রাঢ়ের পল্লীর পুরুলিয়া ও বাঁকুড়ার লাল মাটি, এবং বাংলার সৌন্দর্যকে জড়িয়ে থাকা অসংখ্য নদীর জাল—প্রাকৃতিক বৈচিত্র্যের এমন আশীর্বাদ আর কোনো রাজ্যে সহজে দেখা যায় না। বাংলা আরও গর্বিত তার গুণী সন্তানদের জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পথিকৃৎ বিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বসু, বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এবং আরও বহু আলোকিত ব্যক্তিত্ব বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। আর এই সমস্ত বৈচিত্র্যকে নিয়েই তৈরি হয়েছে নতুন গান, 'রূপসী বাংলা তুমি'। গানটি গেয়েছেন ঊষা উত্থুপ ও রূপঙ্কর বাগচী। লেখা ও সুর তৈরি করেছেন বিশ্ব রায়। টুবাই রায়ের সংগীতায়োজনে গানটি রেকর্ড ও মাস্টার করেছেন গৌতম বসু। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরিন্দম দে।
অন্যদিকে, 'মন আমার' গানটি একটি গ্রামের মেয়ে ও একজন পুলিশ অফিসারের প্রেমের গল্পকে তুলে ধরে। অভিনেত্রী পূজা গঙ্গোপাধ্যায় এই মিউজিক ভিডিওতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। নায়ক অর্থাৎ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়কে। গানটি গেয়েছেন ইমন ও সুর ও কথায় বিশ্ব রায়।
আরও পড়ুন: Bryan Adams: রবি-রাতে টলিউড মিশে গেল সাধারণের ভিড়ে, সৌজন্যে ব্রায়ান অ্যাডাম্স
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।